India & World UpdatesHappeningsBreaking News
দীপাবলিতে ফেডেরাল হলিডে চেয়ে আমেরিকায় বিল
ওয়েটুবরাক, ৫ নভেম্বর : দীপাবলির দিনে ‘ফেডেরাল হলিডে’ ঘোষণার প্রস্তাব দিয়ে আমেরিকার ‘হাউস অব রিপ্রেজেনটেটিভ’-এ পেশ হল বিল। নিউ ইয়র্কের ডেমোক্র্যাট সদস্য ক্যারোলিন বি মালোনে বুধবার এই বিলের বিষয়টি তুলেছিলেন আমেরিকার কংগ্রেসে। এ ব্যাপারে তাঁর সঙ্গে ছিলেন রাজা কৃষ্ণামূর্তির মতো বেশ কয়েক জন ইন্দো-আমেরিকান কংগ্রেস সদস্যও।
দীপাবলিতে জাতীয় ছুটির স্বপক্ষে সওয়াল করতে গিয়ে মালোনে বলেছেন, ‘‘এ বছরের দীপাবলি কোভিডের অন্ধকার সময়ের বিরুদ্ধে জাতির এগিয়ে চলার প্রতীক। অন্ধকারকে ছাপিয়ে আলোর জয় উদ্যাপন করতে পেরে আমরা গর্বিত। দীপাবলি উদ্যাপনের মাধ্যমে আমরা সকলেই জাতির জন্য সুখ, নিরাময়, শিক্ষা, আলো এবং অনিশ্চিত সময়ের পথের দিশারী হতে চাই।’’ রাজাও দীপাবলির ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্ব আমেরিকার হাউসে তুলে ধরেন।
এই বিলের প্রস্তাব হতেই প্রভাবশালী কংগ্রেস সদস্য গ্রেগরি মিকস তা সমর্থন করেছেন। ‘দ্য হাউস অব ফরেন অ্যাফায়ার্স কমিটি’ও এই ছুটির বিলকে সমর্থন জানিয়েছে এবং বিলের পক্ষে সওয়াল করেছে।