Barak UpdatesHappeningsBreaking News
শিলচর মেডিক্যালে অক্সিজেন উৎপাদন শুরুOxygen production starts at SMCH
ওয়েটুবরাক, ৪ মেঃ দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুর মত অক্সিজেন সঙ্কটের আশঙ্কা নেই বরাক উপত্যকায়। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অক্সিজেন প্লান্টে উতপাদন শুরু হয়ে গিয়েছে। এই প্লান্টের দুটি ইউনিট ১.৮ মেট্রিকটন উতপাদনক্ষমতা সম্পন্ন।
এই তথ্য জানিয়ে মেডিক্যালের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত বলেন, আরও একটি প্লান্টের কাজ এরই মধ্যে শুরু হতে চলেছে। মে মাসেই নতুন প্লান্টের দুই ইউনিটেও অক্সিজেন পাওয়া যাবে। দুই প্লান্টের চার ইউনিট একসঙ্গে কাজ শুরু করলে মোট ৩.৬ মেট্রিকটন অক্সিজেন উৎপাদন হবে। তা বর্তমান কোভিড পরিস্থিতি সামলানোর জন্য যথেষ্ট বলেই জানিয়েছেন ডা. গুপ্ত। পাশাপাশি তিনি এও বলেন, কিন্তু কোভিড পরিস্থিতি শেষপর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, তা এখনই বলা সম্ভব নয়৷