India & World UpdatesHappeningsBreaking News
দিল্লিতে ফ্লুর তীব্র প্রভাব, উদ্বেগ

ওয়েটুবরাক, ১৩ মার্চ: দিল্লিতে ফ্লুর আক্রমণ তীব্র মাত্রায় বৃদ্ধি পেয়েছে । বেশিরভাগই এইচ ওয়ান এন ওয়ান এবং ইনফ্লুয়েঞ্জা বি। হাসপাতালগুলি রোগীদের উপচে পড়া ভিড়। অধিকাংশের ১০২ ডিগ্রি পর্যন্ত জ্বর, দীর্ঘ কাশি, চরম ক্লান্তি এবং শ্বাসকষ্ট। কিছু রোগীর নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের মতো লক্ষণ দেখা যাচ্ছে। এই ফ্লুতে সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন।
আবহাওয়া পরিবর্তনের দরুন এমনটা হচ্ছে বলে স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন।