India & World UpdatesHappeningsBreaking News
দলের কথা ভুলে দেশের স্বার্থে কাজের জন্য সাংসদদের প্রতি মোদির আহ্বান
ওয়েটুবরাক, ২২ জুলাই : দলের কথা ভুলে দেশের স্বার্থে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বাদল অধিবেশনের শুরুতে মোদি বলেন, রাজনৈতিক ক্ষেত্রে সমস্ত তিক্ততা ভুলে এবার ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। তবে দেশ অগ্রগতির পথে হাঁটবে।
মোদির কথায়, ‘দেশের সকল সাংসদদের প্রতি আমার আবেদন, জানুয়ারি থেকে এখনও পর্যন্ত আমরা লড়াই করেছি। রাজনৈতিক লড়াই শেষ। আমজনতা রায় দিয়েছেন। দলের গণ্ডির বাইরে গিয়ে এবার দেশের কথা ভাবুন। দেশের স্বার্থে আগামী সাড়ে চার বছর গৌরবময সংসদকে সঠিকভাবে ব্যবহার করুন। ২০২৯ সালের জানুয়ারি মাসে ফের রাজনৈতিক লড়াই শুরু হবে। ততদিন দেশের যুবক-কৃষকদের উন্নতির কথা ভেবে কাজ করুন।’
দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সকল প্রতিশ্রুতি পূরণ করতেই এবার বাজেট পেশ করা হবে। অমৃতকালে বাজেট আগামী পাঁচ বছরের দিশা ঠিক করবে। ২০৪৭ সালে স্বাধীনতার শর্তবর্ষে উন্নত দেশ হিসেবে উঠে আসবে ভারত।’