NE UpdatesHappeningsBreaking News
দলীয় কর্মীর মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ভূপেন বরার
গুয়াহাটি, ২১ ডিসেম্বর : দলীয় কর্মীর মৃত্যু নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে এক বিশেষ চিঠি পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। মুখ্যমন্ত্রীকে শনিবার পাঠানো এই চিঠিতে ভূপেন বরা মৃত মৃদুল ইসলামের স্ত্রীকে তাঁর যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
বুধবার প্রদেশ কংগ্রেসের রাজভবন যাত্রা কার্যসূচিতে অংশ নেওয়ার সময় সৃষ্টি হওয়া পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেসের লিগেল সেলের সম্পাদক আইনজীবী মৃদুল ইসলাম প্রাণ হারিয়েছেন। মৃদুল ইসলামের মৃত্যুতে অসহায় হয়ে পড়া তাঁর পরিবারের দিকে লক্ষ্য রেখে ভূপেন বরা এই চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন। এই চিঠিতে বরা মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেছেন, ‘আপনি অবগত আছেন যে, একজন যুবক ও প্রগতিশীল আইনজীবী মৃদুল ইসলাম কংগ্রেসের রাজভবন যাত্রা কার্যসূচির সময় পুলিশের কঠোর পদক্ষেপের জন্য মৃত্যুবরণ করেন। এ বিষয়টি সেসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা বহু সংবাদ মাধ্যমের দ্বারা প্রমাণিত হবে। মৃদুল ইসলামের করুণ মৃত্যু আসাম পুলিশের বলপ্রয়োগের প্রত্যক্ষ ফলাফল।’
তিনি আরও লিখেছেন, ‘আমাদের রাজনৈতিক পার্থক্য যা-ই হোক না কেন, একজন রাজনৈতিক কর্মীর গণতন্ত্রের সেবায় মৃত্যু হওয়ার ঘটনা এক বড় ট্র্যাজেডি। মৃদুল ইসলাম তাঁর বেকার বিধবা স্ত্রী হামিদা পারভিন ও দুটি ছোট ছোট ছেলেমেয়ে রেখে গিয়েছেন। সেক্ষেত্রে সহানুভূতির ভিত্তিতে আমি আপনাকে হামিদা পারভিনকে তাঁর গৃহ জেলা কামরূপে (গ্রামীণ) শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটি সরকারি চাকরি দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
ভূপেন বরা চিঠিতে লিখেছেন, ‘তাঁর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, তিনি উচ্চতর মাধ্যমিক কলা শাখা উত্তীর্ণ। আমি আপনার কাছ থেকে ইতিবাচক সাড়া পাব বলে মনে করছি। আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ হবো, যদি আপনি একজন শোকার্ত বিধবার প্রতি সহানুভূতি প্রদর্শন করেন।’