Barak UpdatesHappeningsCultureBreaking News
দর্শনা জাভেরি আসছেন, ২১ আগস্ট শিলচরে নৃত্যানুষ্ঠান
মণিপুরি নর্তনাশ্রমের তিনদিনের প্রশিক্ষণ শিবির
ওয়েটুবরাক, ১০ আগস্টঃ গুরু বিপিন সিংহের ১০৫-তম জন্মদিন আগামী ২৩ আগস্ট। একে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মণিপুরি নর্তনাশ্রম। এর অধ্যক্ষা বিনীতা সিংহ জানান, আগামী ১৮ আগস্ট থেকে তিনদিনের মণিপুরি নৃত্য প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষক হিসেবে মুম্বই থেকে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট নৃত্যশিল্পী, পদ্মশ্রীতে ভূষিত দর্শনা জাভেরি। তিনদিনের প্রশিক্ষণের ফলাফল আগামী ২১ আগস্ট সন্ধ্যা ছয়টায় শিলচর সঙ্গীত বিদ্যালয়ের মঞ্চে তুলে ধরা হবে। অনুষ্ঠানে দর্শনা জাভেরি নিজেও নৃত্য পরিবেশন করবেন। হাইলাকান্দির সুপরিচিত পুং (মণিপুরি খোল)-বাদক ব্রজেন সিংহের পুংবাদনের সঙ্গে প্রয়াত গুরু বিপিন সিংহের সুযোগ্যা শিষ্যা দর্শনা নৃত্যকলা উপস্থাপন করবেন। আবার দর্শনা জাভেরি, কলাবতী দেবীর শিষ্যা বিনীতাও সে দিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন।
গুরু বিপিন সিংহের নাতবৌ বিনীতা ছাড়াও বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে মতবিনিময় করেন বিপিন সিংহের নাতি তথা নর্তনাশ্রমের সচিব অমিত সিংহ, উপদেষ্টা বন্দনা সিংহ, সহসভাপতি ভাস্কর দাস এবং দিলীপ সিনহা। তাঁরা জানান, আগামী ১৮ আগস্ট বিকাল চারটায় প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হবে।