India & World UpdatesHappeningsBreaking News

দর্জিজীবনের যন্ত্রণা লিখেই মারাঠি ভাষার অকাদেমি যুব পুরস্কার

ওয়েটুবরাক, ২১ জুন: পেশায় তিনি দর্জি৷ কখনও সখনও লেখালেখি করেন৷ এ বার তুলে ধরলেন দর্জিজীবনের  যন্ত্রণা৷ মূলত রেডিমেড পোশাকের দরুন দর্জিরা যে অসহায় হয়ে পড়েছেন, এ নিয়েই লিখেছেন দেবীদাস সওদাগর৷ ওই লেখাই এ বার সাহিত্য অকাদেমীর সবচেয়ে পছন্দের৷ দেবীদাসকে তাঁরা মনোনীত করলেন মারাঠি ভাষার অকাদেমী যুব পুরস্কারের জন্য৷

Rananuj

দেবীদাস সপ্তম শ্রেণি পড়াশোনা করেন৷ পরে যোগ দেন দর্জির কাজে৷ তখন মাসে পাঁচ হাজার টাকা রোজগার করতেন৷ পরে রেডিমেডের জনপ্রিয়তা বেড়ে গেলে রোজগার কমতে থাকে৷ কোভিড এসে একে একেবারে শূন্যের কোঠায় পৌঁছে দেয়৷ কাজ হারিয়ে দেবীদাস লেখালেখি শুরু করেন৷ প্রথমে কবিতা, পরে এই উপন্যাস৷ উপন্যাসটি ছাপাতে চাইলে অন্তত দশটি প্রকাশন সংস্থা খারিজ করে দেয়৷ শেষে রাজি হয় দেশমুখ অ্যান্ড কোম্পানি৷ সেই উপন্যাসই ৩৩ বছর বয়সি দেবীদাস সওদাগরকে সাহিত্য অকাদেমীর যুব পুরস্কার এনে দিল৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker