Barak UpdatesHappeningsBreaking News
দক্ষিণ শিলচরে জল সরবরাহ অনিয়মিত, বিদ্যুৎ সরবরাহ অক্ষুন্ন রাখার আর্জি
ওয়েটুবরাক, ৪ এপ্রিলঃ জল সরবরাহ নিয়ে চরম দুর্ভোগে দক্ষিণ শিলচরের জনগণ । আরবান ওয়াটার অ্যান্ড স্যুয়ারেজ বোর্ড বাড়ি পিছু মাসে তিনশো টাকা আদায় করলেও জল সরবরাহ অত্যন্ত অনিয়মিত । এর ওপর এখন ঝড়বাদলের মরশুম বলে অবস্থা অত্যন্ত শোচনীয়।
স্যুয়ারেজ বোর্ডের স্থানীয় কর্তাদের যুক্তি, বিদ্যুত চপলতার দরুন জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে। সেজন্য চিত্তরঞ্জন অ্যাভিনিউ ( ন্যাশনাল হাইওয়ে) অঞ্চলের ভুক্তভোগী জনগণের পক্ষে সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চের সহ-সভাপতি নীহারেন্দু পুরকায়স্থ, রামকৃষ্ণ সরণি উন্নয়ন সমিতির সভাপতি রবীন্দ্র পাল সহ অসিতকুমার রায়, অজিত পাল প্রমুখ হাইলাকান্দি রোডস্থ বিদ্যুৎ বিভাগীয় কার্যালয়ে গিয়ে ওই অঞ্চলের জল সরবরাহ সচল রাখতে সহায়তা করার অনুরোধ করেন। সে সময় স্যুয়ারেজ বোর্ডের জুনিয়র ইঞ্জিনিয়ার ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট উপস্থিত থেকে তাদের সমস্যার কথা বিদ্যুৎ বিভাগের সাথে আলোচনা করেন। সবাই একযোগে বিদ্যুৎ বিভাগের কাছে বিশেষভাবে উল্লেখ করেন যে, ৮ ও ৩ নম্বর ফিডার লাইন মারফত অগ্রাধিকারের ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখলে দক্ষিণ শিলচরের জল সরবরাহ নিয়মিত রাখা সম্ভব হতে পারে।
এর আগে নাগরিকদের পক্ষ থেকে স্যুয়ারেজ বোর্ডের অফিসে গিয়েও আধিকারিকদের সাথে আলোচনা করা হয়।