Barak UpdatesHappeningsBreaking News

দক্ষিণ বেকীরপারে শতবর্ষ পুরনো শিবমন্দিরের শিলান্যাস

ওয়েটুবরাক, ২৬ মার্চঃ দক্ষিণ কাছাড়ের নরসিংপুর গাঁও পঞ্চায়েতের অধীন নরসিংপুর ষষ্ঠ খণ্ড তথা দক্ষিণ বেকীরপার গ্রামের ১১০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শিবমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো সোমবার। জরাজীর্ণ ওই প্রাচীন শিবমন্দিরটি পুনরায় নির্মাণে এগিয়ে এসেছেন মন্দির কমিটির কর্মকর্তা সহ স্থানীয় মানুষ।

দোল পূর্ণিমার পুণ্যলগ্নে নরসিংপুর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি সূর্যকান্ত সিনহা ও বজরং দলের  শিলচর বিভাগ সংযোজক  অমলেন্দু দাশের হাত ধরে উক্ত মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়৷ সঙ্গে ছিলেন মন্দির কমিটির কর্মকর্তা সহ অন্যান্যরা।

এদিনের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমলেন্দু দাশ বলেন, ঐতিহ্যবাহী মন্দিরটি দীর্ঘদিন থেকে জরাজীর্ণ অবস্থায় থাকার কারণ এলাকাটি সোনাই বিধানসভা আসনের আওতাধীন থাকায় তদানীন্তন বিধায়ক কিংবা জনপ্রতিনিধিরা সেদিকে দৃষ্টি দেননি। এবার ডিলিমিটেশনের ফলে এলাকাটি ধলাই আসনের আওতায় এসেছে৷ কাজেই তিনি বিশ্বাস করেন, এ বার  জনপ্রতিনিধিরা নিশ্চিত রূপে সেদিকে দৃষ্টি দেবেন।

এদিকে নরসিংপুর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি সূর্যকান্ত সিনহা দোল পূর্ণিমা ও রঙের উৎসব হোলি উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মন্দির নির্মাণ কাজে তার তরফে যথাসাধ্য সহযোগিতার হাত বাড়াবেন বলে জানান।

উল্লেখ্য এদিনের শিলান্যাস অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি কল্যাণ নাথ, সম্পাদক অপূর্ব নাথ ছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ কাছাড় জেলার সহ প্রচার প্রমুখ সুরজিৎ রুদ্র পাল, বিশিষ্ট সমাজসেবী নিখিল চন্দ্র পাল, অসিত নাথ, জয়ন্ত পাল প্রমুখ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker