Barak UpdatesHappeningsBreaking News
থৈবা ফ্যাক্টর নন, লক্ষীপুরে বিজেপিই বড় ব্যবধানে জিতবে : কৌশিক
২ মে ঃ লক্ষীপুর আসনে প্রত্যাশা মতোই ফলাফল করছে বিজেপি। রবিবার কয়েক রাউন্ড ভোট গণনার পর এভাবেই মন্তব্য করেন জেলা বিজেপি সভাপতি তথা লক্ষীপুর আসনের দলীয় প্রার্থী কৌশিক রায়। তিনি বলেন, লক্ষীপুরে পঞ্চম রাউন্ডের শেষে ৯২০০ ভোটে বিজেপি পিছিয়ে ছিল। এরপর দেখা যায়, সপ্তম রাউন্ডের শেষে প্রায় ৩ হাজার ভোটে বিজেপি পিছিয়ে। তিনি আশা ব্যক্ত করে বলেন, অষ্টম রাউন্ডের শেষে বিজেপি নিশ্চয়ই অন্যদের থেকে এগিয়ে যাবে। তবে ১৭ নম্বর রাউন্ড আসা পর্যন্ত বিজেপি লক্ষীপুর থেকে বিশাল ব্যবধানে জয় হাসিল করে নেবে। তিনি বলেন, ১৫ হাজারের ব্যবধান আশা করা যেতেই পারে।
জেলা সভাপতি হিসেবে কাছাড়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, জেলার বড়খলা ও সোনাই আসনে আগে থেকেই কঠিন লড়াই হবে বলে মনে করা হয়েছিল। এখনও সেই লড়াই কঠিনই রয়েছে। তবে বাকি ৫টি আসনে বিজেপি প্রার্থীরা ভাল করছে বলে তিনি দাবি করেন। কৌশিকের দাবি, এই আসনগুলোতে বিজেপি অবশ্যই জয়ী হবে। বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী থৈবা সিংয়ের পক্ষে এতো ভোট পড়ার ব্যপারে তিনি বলেন, একটি জাতি রাজনীতির জিকির তুলে এখানে ভোট চাওয়া হয়েছে। তবে থৈবা সিং কোনও ফ্যাক্টর হবে না বলে তিনি জানিয়ে দেন। আর বিজেপির সরকার হলে তিনি সব জাতি ভাষা গোষ্ঠীর মানুষকে নিয়েই উন্নয়ন্মুখী কাজকর্ম চালিয়ে যাবেন বলে এ দিন প্রতিশ্রুতি দেন।