NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরায় শপথ নিলেন আরও তিন মন্ত্রী
ওয়েটুবরাক, ৩১ আগস্টঃ আরও তিন বিধায়ক মন্ত্রী হলেন ত্রিপুরায়। আজ মঙ্গলবার শপথ নিয়েছেন ভগবানচন্দ্র দাস, রামপ্রসাদ পাল ও সুশান্ত চৌধুরী। রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সত্যনারায়ণ আর্য। মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব, কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন দলের গোষ্ঠীবিবাদ মেটাতে এই সময়ে ত্রিপুরা সফররত বিজেপির চার কেন্দ্রীয় নেতা অজয় জামোয়াল, বিনোদ সোনকার, দিলীপ শইকিয়া এবং ফণীন্দ্রনাথ শর্মাও।
২০১৮ সালের মার্চে বামফ্রন্টকে ক্ষমতা থেকে হটিয়ে ত্রিপুরা প্রশাসনের দায়িত্ব নিয়েছিল বিজেপি-আইপিএফটি জোট। এর পর এই প্রথম সম্প্রসারিত হল বিপ্লবকুমার দেব মন্ত্রিসভা। ৫৫ বছর বয়সী রামপ্রসাদ বিজেপির প্রদেশ উপসভাপতি। ৪২ বছরের সুশান্ত চৌধুরী একসময় ছিলেন যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি। ৪৭ বছর বয়সী ভগবানচন্দ্র দাস হলেন বিপ্লব মন্ত্রিসভায় তফশিলি জাতির একমাত্র প্রতিনিধি। অবশ্য তফশিলি জাতিভুক্ত রেবতীমোহন দাসকে আগেই বিধানসভার অধ্যক্ষ করেছে বিজেপি। নতুন মন্ত্রীদের তিনজনই প্রথমবারের বিধায়ক।