NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনেক কম, বললেন চেয়ারম্যান
ওয়েটুবরাক, ৮ ডিসেম্বর: ত্রিপুরায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনেক কম। জানিয়েছেন ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি স্বপন চন্দ্র দাস। তিনি বলেন, নভেম্বর মাস পর্যন্ত ১১০টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৯০টিতে তদন্ত করে উপযুক্ত নির্দেশ দেওয়া হয়েছে৷
কমিশনের চেয়ারম্যান স্বপন চন্দ্র দাস বলেন, যদি কোনও ব্যক্তির মানবাধিকার কোনও সরকারি কর্মচারীর দ্বারা লঙ্ঘিত হয় সে ক্ষেত্রে মানবাধিকার কমিশন তদন্তক্রমে রাজ্য সরকারকে নির্দেশিকা প্রদান করে।
তাঁর দাবি, বর্তমান সদস্যরা দায়িত্ব নেওয়ার পর কমিশনের তৎপরতা বেড়েছে। কমিশন তাঁদের কাজকর্ম সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার জন্য বিভিন্ন এলাকাতে সচেতনতামূলক অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছে।
শুক্রবার কমিশনের সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যানের সঙ্গে ছিলেন সচিব ড. পিকে চক্রবর্তী এবং সদস্য সুবীর সাহা ও বিকে রায়৷