NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
ত্রিপুরায় ধৃত তিন যুবকের সঙ্গে জেএমবি সংযোগ, উদ্বেগ
ওয়েটুবরাক, 6 এপ্রিলঃ ভারত বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রবিবার ত্রিপুরা পুলিশ সিপাহিজলা জেলার যাত্রাপুর থেকে তিন যুবককে গ্রেফতার করে। তাদের সঙ্গে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-র সম্পর্ক রয়েছে। তদন্তে নেমে এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন বলে ত্রিপুরা পুলিশেরই এক বড়কর্তা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ অফিসারের কথায়, একইদিনে মধ্যপ্রদেশের ভুপালে চার জেএমবি ক্যাডার ধরা পড়েছে। এদের সঙ্গে যোগাযোগ ছিল ইমরান হোসেন, আব্দুল কাসিম ও হামিদ আলি-দের। জেরায় ধৃতরা এ কথাও স্বীকার করে নিয়েছে। তদন্তের স্বার্থে তিনি বেশি কিছু বলতে চাইছেন না। শুধু জানান, ধৃতদের কার্যকলাপের খবর প্রথম জানতে পারে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তারাই ত্রিপুরায় এসে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে সিপাহীজলায় অভিযান চালায় এবং পরদিন স্থানীয় আদালতে পেশ করে।
জেএমবি দেশ জুড়ে নতুন করে নাশকতার ছক কষছে বলে অনুমান করা হচ্ছে। গত মাসেও অসমেও পাঁচ যুবককে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন আবার বাংলাদেশির নাগরিক। এদের সঙ্গে জিহাদি গোষ্ঠীর ঘনিষ্ট যোগাযোগ রয়েছে বলেই পুলিশ জানতে পেরেছে। একমাসের মধ্যেই মধ্যপ্রদেশ ও ত্রিপুরায় জেএমবি-ঘনিষ্ঠ সাতজনকে গ্রেফতারের ঘটনাকে পুলিশ গুরুত্ব সহকারে দেখছে বলেই ত্রিপুরা পুলিশের ওই অফিসার জানান।