India & World UpdatesBreaking News
কলকাতার পর দিল্লিঃ ধর্নামঞ্চে বিরোধী মহাজোটIt’s now in Delhi after Kolkata: Opposition parties under one umbrella
কংগ্রেস প্রতিনিধি হিসেবে মঞ্চে ছিলেন আনন্দ শর্মা। রয়েছেন এনসিপি নেতা শরদ পাওয়ার, চন্দ্রবাবু নাইডু, যশবন্ত সিনহার মতো নেতারা। লোকতান্ত্রিক জনতা দলের নেতা শরদ যাদব, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, রাষ্ট্রীয় লোকদলের তরফে ত্রিলোক ত্যাগী, ডিএমকে নেত্রী কানিমোঝি, অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাংও যোগ দিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার যোগ দেওয়ার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত আসতে পারেননি। প্রতিনিধি হিসেবে দানিশ আলিকে পাঠিয়েছেন।
ধর্নামঞ্চ থেকেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তাঁরা। মোদি সরকারের হিন্দুত্ববাদী রাজনীতিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা। বলেন, মুসলমানদের বলা হচ্ছে, এই দেশে থাকতে হলে আমাদের কথা শুনতে হবে। আমি জিজ্ঞেস করি, এই দেশটা কি আপনার বাপের। না কি দেশটা সব ভারতীয়র।’ বিরোধী নেতৃবৃন্দের উদ্দেশে তাঁর আহ্বান, ‘‘প্রধানমন্ত্রী পরে হবেন। আগে এই সরকারকে হঠান।’’
মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তাঁকে শ্রদ্ধা জানিয়ে মোদি হঠাও, দেশ বাঁচাওয়ের ডাক দিয়েছি আমরা।’’ মোদিকে দুর্যোধন ও অমিত শাহকে দুঃশাসন বলে কটাক্ষ করেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি।