NE UpdatesHappeningsBreaking News
‘ত্রিপুরাল্যান্ড’কে চ্যালেঞ্জ, এবার বাঙালিস্তান দাবি
২১ জানুয়ারি : ‘ত্রিপুরাল্যান্ড’এর বদলে এ বার ‘বাঙালিস্তান’। গত কিছুদিন ধরে ত্রিপুরায় আঞ্চলিক দল আইপিএফটি রাজ্যের খিলঞ্জিয়া লোকদের জন্য ‘ত্রিপুরাল্যান্ড’এর দাবি জানিয়ে আসছে। এই আন্দোলনের সমান্তরালভাবে আমরা বাঙালির ত্রিপুরা শাখা রাজ্যে খিলঞ্জিয়া লোকদের দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে বাঙালিদের জন্য পৃথক বাঙালিস্তান-এর দাবি জানাল। এ নিয়ে পৃথকভাবে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে সংগঠনের কর্মীরা। রাজ্যে বাঙালিদের ওপর আক্রমনের কথা উল্লেখ করে বাঙালিদের সুরক্ষিত ভবিষ্যতের জন্য তাঁরা পৃথক বাঙালিস্তানের প্রয়োজন বলে মন্তব্য করেন।
ব্রু শরণার্থীদের সমস্যা সমাধানের উদাহরণ তুলে ধরে আমরা বাঙালির নেতা হরিগোপাল দেবনাথ বলেন, রাজ্যে আক্রমণের শিকার হওয়া বাঙালিদের কথা ভাবার প্রয়োজন রয়েছে। ত্রিপুরায় বাঙালিরা দীর্ঘদিন থেকে উগ্রপন্থী আক্রমণের শিকার হয়ে আসছেন বলে তিনি মন্তব্য করেন। এর পাশাপাশি তিনি বাঙালিদের ওপর অমানবিক নির্যাতনের কাহিনী তুলে ধরেছেন। কথা প্রসঙ্গে তিনি আরও বলেন, ত্রিপুরায় বহু বাঙালি পরিবার শরণার্থীদের দ্বারা নির্যাতিত হয়েছেন। ফলে সরকারের উচিত এই বাঙালি পরিবারগুলোকেও সরকারি সাহায্য দেওয়া।