Barak UpdatesHappenings
ত্রিপুরার জন্য তৃণমূল, পুজো সেরে ফের মাঠে নামছেন সুবল-সুস্মিতারা
ওয়েটুবরাক, ২১ অক্টোবর: ‘ত্রিপুরার জন্য তৃণমূল’৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ আজ বৃহস্পতিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে সাংসদ সুস্মিতা দেব বলেন, তৃণমূল নেতারা আগামী ১২ দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন।
সুস্মিতা দেব বলেন, তৃণমূলের ত্রিপুরা রাজ্য স্টিয়ারিং কমিটি, রাজ্য যুব কমিটি এবং স্থানীয় কর্মীরা তিনটি দলে বিভক্ত হয়ে প্রচারাভিযান করবেন। প্রতিটি দল ১০-১২ জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে৷ প্রতিটি দল ২-৩টি ব্লকে যাবে এবং প্রতিদিন ৮-১০টি আলোচনা সভা করবে। রাজ্য তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক সুবল ভৌমিক বলেন, গত ৪০ মাসে রাজ্যের মানুষের সামাজিক স্থিতিশীলতাপ্রায় নেই বললেই চলে। মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেবার জন্যে রাজ্যে সন্ত্রাস চালানো হচ্ছে।
আজকের সাংবাদিক সন্মেলনে স্টিয়ারিং কমিটির সদস্য আশিসলাল সিংহ, প্রকাশ দাস এবং যুব তৃণমূলের রাজ্য আহ্বায়ক বাপ্টু চক্রবর্তীও উপস্থিত ছিলেন।