NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরায় সাংবাদিক আক্রান্ত, মুখ্যমন্ত্রী সমীপে প্রেস ক্লাব
ওয়েটুবরাক, ৬ জুলাই: ত্রিপুরায় ফের সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটল৷ স্যন্দন পত্রিকার বরিষ্ঠ সাংবাদিক তাপস দাস সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ অফিস থেকে বাড়ি ফিরছিলেন৷ আচমকা তাঁর ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী৷ মারধর করে তাঁর হাত ভেঙে দেওয়া হয়৷এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার এই ব্যাপারে কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। মুখ্যমন্ত্রী ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী সাংবাদিক দাসের দ্রুত আরোগ্য কামনা করেছেন। আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার এই ঘটনার তদন্তভার সিআইডির উপর অর্পন করার জন্য দাবি জানিয়েছেন। এ দিকে, তাপস দাসের উপর হামলার ঘটনা নিয়ে প্রেস ক্লাবের পক্ষ থেকে পুলিস সুপারের সঙ্গে কথা বলা হয়। পুলিশ সুপার জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্তকরণের প্রক্রিয়া চলছে। কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।