NE UpdatesHappeningsBreaking News

ত্রিপুরায় মা-বোন সহ চারজনকে হত্যা করল ১৭ বছরের নাবালক

ওয়েটুবরাক, ৬ নভেম্বর : ত্রিপুরার ধলাই জেলায় ১৭ বছরের কিশোর নিজের পরিবারের ৪ জনকে খুন করল। নিহতদের মধ্যে রয়েছেন তাঁর ঠাকুরদা, মা এবং বোনও। শনিবার রাতে ঘরে গান চালিয়ে সে একে একে চারজনকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে। তাঁরা তখন ঘুমিয়ে ছিলেন৷ পরে চারজনের দেহ মাটিতে পুঁতে রাখে৷ ঘটনা ধলাই জেলার কমলপুর থানা এলাকার দুরাই শিববাড়ি গ্রামে। অভিযুক্ত কিশোরকে হালাহালি বাজার থেকে গ্রেফতার করা হয়েছে৷ আজ রবিবার সে ঘরের হাঁস নিয়ে বাজারে গিয়েছিল বিক্রির জন্য৷ ততক্ষণে খুনের ঘটনা এলাকায় জানাজানি হয়ে যায়৷ খবর পৌঁছায় পুলিশেও৷ পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে গিয়েছেন৷

Rananuj

তারাই বাজার থেকে তাকে ধরে নিয়ে লকআপে ঢোকায়৷ ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে৷  এলাকাবাসী জানিয়েছে, ১৮ বছর না হলেও দীর্ঘদিন ধরে সে সারাক্ষণ নেশাগ্রস্ত থাকে, পুরো বখাটে।

নিহতরা হলেন ঠাকুরদা বাদল দেবনাথ (৭০), মা সমিতা দেবনাথ (৩২) বোন সুপর্ণা দেবনাথ (১০) ও নিকটাত্মীয়া রেখা দেবনাথ (৪২)৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker