India & World UpdatesHappeningsBreaking News
ত্রিপুরায় ডেরেক-কাকলি, টিম পিকে-কে সামনে রেখে জাল বিছাচ্ছে তৃণমূল
ওয়েটুবরাক, ২৯ জুলাই : ২০২৩-র বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা খতিয়ে দেখতে প্রশান্তকিশোরের সমীক্ষক দল ত্রিপুরায় গিয়েই ইস্যু তুলে দিলেন দিদির হাতে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পুলিশ তাঁদের হোটেলে আটকে রেখেছে, এই অভিযোগ ঘিরে তৃণমূল কংগ্রেস সরব হয়ে উঠেছে৷ আজ বৃহস্পতিবার সকালে আগরতলা পৌঁছলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আগামী শুক্রবার দুপুরের বিমানে দিল্লি থেকে ত্রিপুরায় পৌঁছনোর কথা।
মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে সরব হতে বুধবার ত্রিপুরায় গিয়েছেন পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী মলয় ঘটক ও ব্রাত্য বসু ৷ সঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেতাদের বক্তব্য, যে ভাবে আইপ্যাকের প্রতিনিধিদের আটকানো হয়েছে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এই কাজের প্রতিবাদে সর্বভারতীয় তৃণমূল নেতৃত্ব ত্রিপুরার মাটিতে আন্দোলন গড়ে তুলবে।