India & World UpdatesHappeningsBreaking News
প্রতিশ্রুতি পালনে দেরি ! তেলেঙ্গানায় দলিত সমাবেশে ক্ষমা চাইলেন মোদি
ওয়েটুবরাক, ১২ নভেম্বর : ভোটমুখী তেলেঙ্গানায় দলিত সমাবেশে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার হায়দরাবাদে দলিত জনগোষ্ঠী মাদিগাদের সভায় অংশ নেন মোদি। সভামঞ্চে বিগত নির্বাচনগুলিতে দেওয়া প্রতিশ্রুতি পালনে দেরি হওয়ায় দলিত নেতা মান্দা কৃষ্ণ মাদিগার কাছে ক্ষমা চান তিনি। যার পর আবেগবিহ্বল হয়ে পড়েন দলিত নেতাও। প্রধানমন্ত্রীর বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
তেলেঙ্গানার অন্যতম ভোটব্যাঙ্ক দলিত সম্প্রদায় মাদিগা। বংশানুক্রমে চর্মকার এবং জঞ্জাল সাফাইয়ের কাজে যুক্ত তারা। দীর্ঘদিন ধরে পৃথক সংরক্ষণের দাবিতে আন্দোলন চালাচ্ছে পিছিয়ে পড়া এই সম্প্রদায়। ২০১৪ সালে বিজেপির ইস্তাহারে তা পূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। যদিও আজ অবধি বাস্তবায়ন হয়নি। সভামঞ্চে সেই প্রসঙ্গ তুলে সমস্ত রাজনৈতিক দলের হয়ে ক্ষমা চাইলেন মোদি। বললেন, “প্রতিশ্রুতি পালনে দেরি হওয়ায় ক্ষমাপ্রার্থী আমি।” দলিত নেতাকে ‘ভাই’ বলেও সম্বোধন করেন মোদি।
উল্লেখ্য, তেলেঙ্গানায় ভোটের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতও শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে অনগ্রসর নেতাকে মুখ্যমন্ত্রী বানাবে বিজেপি। বলা বাহুল্য, ভোটে সংরক্ষণ বড় ইস্যু হয়ে উঠেছে গোটা দেশেই। সম্প্রতি বিহারে জাতিগত জনগণনার পর ৬৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।