NE UpdatesHappeningsBreaking News
তৃতীয় শ্রেণির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১১,৩২৪ জন
ওয়ে টু বরাক, ৩ মে ঃ আসাম সরকারের তৃতীয় শ্রেণির চাকরির নিয়োগ পরীক্ষার ফলাফল বুধবার ঘোষণা করা হয়েছে। গুয়াহাটি খানাপাড়ার অসম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ দিন এ কথা ঘোষণা করেন তৃতীয় শ্রেণির পদের রাজ্য পর্যায়ের নিয়োগ কমিশনের অধ্যক্ষ আশিস কুমার ভুটানি।
তিনি জানান, রাজ্য সরকারের ৪৭টি বিভাগের তৃতীয় শ্রেণির জন্য অনুষ্ঠিত হওয়া ১১,৫১০টি পদের মধ্যে ১১,৩২৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। সেবা ও রাজ্য সরকারের ওয়েবসাইটের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। তিনি জানান, তৃতীয় শ্রেণির ১১,৫১০টি পদের জন্য সেবা যে পরীক্ষার আয়োজন করেছিল, তাতে ৯,২১,৬৩৪টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে পরীক্ষায় বসেছিল ৮,২৮,৮৬০ জন প্রার্থী। লিখিত পরীক্ষার পর প্রার্থীদের দক্ষতার পরীক্ষাও নেওয়া হয়েছিল।
দুটি পরীক্ষার ওপর ভিত্তি করেই যোগ্যতার চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছিল। আগামী ১১ মে খানাপাড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ১১,৩২৪ জনকে নিয়োগপত্র বিতরণ করা হবে।