Barak UpdatesHappenings
তৃতীয় চার্টার ডে-তে অসহায় মানুষের পাশে দাঁড়াল লিও শিলচর গ্রেটার
ওয়ে টু বরাক প্রতিবেদন, ১৭ জুলাই : গতকাল অর্থাৎ ১৬ জুলাই ছিল লিও ক্লাব অব শিলচর গ্রেটার-এর এক বিশেষ দিন। কারণ এই দিনটি লিও ক্লাবের তৃতীয় চার্টার ডে। এই দিনটিতেই ক্লাব প্রতিষ্ঠার পর লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনেল-এর আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল ক্লাবটি। ফলে এই দিনটি বিশেষভাবে পালন করেন ক্লাবের সদস্যরা।
এই দিন ক্লাব সদস্যরা প্রথমে প্রচণ্ড রোদের মধ্যে সারাদিন পেটের দায়ে কাজ করা শ্রমিকদের পুষ্টিকর ঠাণ্ডা পানীয় সেবন করান। দেবদূত পয়েন্টে এই প্রকল্প সম্পন্ন করা হয়েছে। এই দিনই আবার লিও ক্লাব অব শিলচর গ্রেটার-এর সদস্যরা মিলে তারাপুর সেকেন্ড রেলওয়ে গেটের সামনে কিছু লোকের হাতে ৫০টি রেশন সামগ্রীর ব্যাগ এবং স্যানিটারি নেপকিনস তুলে দেন। ক্লাবের উদ্দেশ্য ছিল, এই বিশেষ দিন উপলক্ষে সারাদিন কিছু মানুষের পাশে গিয়ে দাঁড়ানো।
এই প্রকল্পটি বাস্তবায়ন করতে ওইদিন উপস্থিত ছিলেন লিও ক্লাব অব শিলচর গ্ৰেটারের নবনির্বাচিত সভাপতি ঋষভ পুরকায়স্থ, সম্পাদক শ্বেতা রায়, কোষাধ্যক্ষ সৌম্যজ্যোতি ভট্টাচার্য, সহ-সভাপতি শুভজিৎ দাস, সহ-সভানেত্রী পর্ণশ্রী দাস, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর দেবস্মিতা বিশ্বাস, ডিরেক্টর দেবস্মিতা ভট্টাচার্য, সার্ভিস ডিরেক্টর রওশন কুমার সিং, অ্যাসোসিয়েট সার্ভিস ডিরেক্টর মধুমিতা দাস সহ জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আখতার এবং সদস্যা পূরবী দাস, শুভদীপ দাম, সুমিত ধর, রাজেন কুমার সিং এবং বিশাল পাল।