India & World UpdatesHappeningsBreaking News
তৃতীয় লিঙ্গের নিযুক্তি: আধা সামরিক বাহিনীগুলির সায়
৫ জুলাই: কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের নিয়োগ নিয়ে বাহিনীগুলোর মতামত চেয়েছিল কেন্দ্র সরকার। এবার তাতে ইতিবাচক জবাব এল সেসব নির্দিষ্ট বাহিনী থেকে। তৃতীয় লিঙ্গের নিয়োগ করার পক্ষে সম্মতি জানাল বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি ও সশস্ত্র সীমা বল (এসএসবি)।
সিআরপিএফ-এর ডিরেক্টর জেনারেল এ পি মাহেশ্বরী জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের নীতি অনুসরণ করে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করব। তাছাড়া, আইটিবিপি প্রধান তথা বিএসএফ-এর ডিজি এস এস দেসওয়াল সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে, সিআইএসএফ এর জবাব এখনও আসেনি। কিছুদিনের মধ্যেই তাঁরা মতামত দেবে বলে জানিয়েছে এক কেন্দ্রীয় সূত্র।
প্রসঙ্গত, আধাসামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের নিয়োগ সম্পর্কে সংশ্লিষ্ট বাহিনীর অভিমত জানাতে বুধবার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।