India & World UpdatesHappeningsBreaking News
তিহার থেকে বেরিয়েই লড়াইর ডাক সঞ্জয় সিংহের
ওয়েটুবরাক, ৪ এপ্রিল : দেশের শীর্ষ আদালত জামিনের আবেদন মঞ্জুর করার পরই তিহার জেল থেকে মুক্ত হন আপ নেতা সঞ্জয় সিংহ। আর জেল থেকে বেরিয়েই তিনি তীব্র স্লোগান দেন। বলেন, উৎসবের দিন আজ নয়। এখন লড়াই করার সময়।
প্রচুর আপ কর্মী-সমর্থক জেলের বাইরে জড়ো হয়েছিলেন। তারা সঞ্জয় সিংহের নামে স্লোগান দেন। তিনি একটি গাড়ির মাথায় উঠে নিজেই স্লোগান দিতে শুরু করেন।
আপ নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, সঞ্জয় সিংহ জানিয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল, মণীশ শিসোদিয়া, সত্যেন্দ্র জৈন এখনও জেলবন্দি। যতক্ষণ পর্যন্ত তারা জেল থেকে মুক্তি না পাচ্ছেন আমরা উৎসব উদযাপন করব না। আমরা লড়াই চালিয়ে যাব।
দিল্লির রউস অ্যাভিনিউ কোর্ট জামিনের আবেদন মেনেসঞ্জয় সিংহের উপর কিছু শর্ত আরোপ করেছে। সেগুলি হল, তিনি যদি দিল্লি এনসিআর-এর বাইরে যান তবে তাঁকে গুগল লোকেশন অন করে রাখতে হবে। তাকে পাসপোর্ট জমা রাখতে হবে। দেশ ছাড়লে হবে না। তদন্তকারী আধিকারিকের কাছে ফোন নম্বর জমা রাখতে হবে। তদন্তে সহযোগিতা করতে হবে।
প্রসঙ্গত দিল্লিতে আবগারি মামলায় বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে গত অক্টোবর মাসে ইডি সঞ্জয় সিংহকে গ্রেফতার করেছিল।