NE UpdatesHappeningsBreaking News
তিনিসুকিয়ায় সেনা-আলফা সংঘর্ষে হত এক আলফা জঙ্গি
গুয়াহাটি, ৯ ফেব্রুয়ারি : উজান আসামের তিনসুকিয়ায় ফের অস্ত্রের দাপাদাপি। বৃহস্পতিবার শেষ রাতে মার্ঘেরিটায় সেনা-পুলিশের সঙ্গে আলফার তুমুল সংঘর্ষে এক আলফা ক্যাডারের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংঘর্ষে নিহত আলফা ক্যাডার উত্তম লাহন ওরফে উদয় অসম। লিডুর মুলুং পাহাড়ে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। বেশ কিছুক্ষণ ধরে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। তিনসুকিয়ার এক উচ্চপদস্থ এক পুলিশ আধিকারিক এই অভিযানের নেতৃত্ব দেন। বর্তমানে এ ঘটনা নিয়ে জেলায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, আলফা স্বাধীনের ৭-৮ জনের একটি দল তিনসুকিয়া জেলার মার্ঘেরিটা ও লেখাপানি থানার অন্তর্গত একটি স্থানে গত কয়েকদিন থেকে আত্মগোপন করেছিল। সেই খবরের ভিত্তিতে সেনা ও পুলিশের একটি দল গোপনে এদের ওপর নজর রাখছিল। পুলিশ জানায়, একজন ব্যবসায়ীকে অপহরণ করার জন্য আলফা স্বাধীনের দলটি সেখানে অবস্থান করেছিল।
পুলিশ আরও জানায়, আলফা স্বাধীনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো নবনিযুক্ত ডিজিপি জিপি সিং ও উজান আসামের ডিআইজি জিতমল দোলেকে আক্রমণের পরিকল্পনা ছিল আলফা স্বাধীনের ওই দলটির। পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আলফা ক্যাডারের মৃত্যু হলেও বাকিরা সেখান থেকে পালিয়ে যায়।