Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে তিনটি ফ্লাইওভার হবে, মধুরাঘাট ও শিলঘাটে সেতুর ঘোষণা মু্খ্যমন্ত্রীর
ওয়েটুবরাক, ৭ সেপ্টেম্বরঃ অন্নপূর্ণা ঘাটে সেতু মঞ্জুর হতেই ক্ষোভে ফুঁসছিলেন মালুগ্রাম, ঘনিয়ালা ও ছোট দুধপাতিলের মানুষ। এই সেতুর উদ্বোধনে মুখ্যমন্ত্রী আসছেন জেনে অবস্থান ধর্মঘট পালন করলেন শিলঘাটবাসী। বৃহস্পতিবার শিলচর ডিএসএ স্টেডিয়ামে আয়োজিত জনসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করলেন, ক্ষুব্ধ জনতার দাবি মেনে দুই জায়গায় আরও দুটি সেতু নির্মাণ হবে। শিলচরবাসীর উড়ালপুলের দাবি মেটাতেও তাঁর সরকার চেষ্টা করে চলেছে। একটি-দুটি নয়, তিনটি উড়াল পুলের ফিজিবিলিটি বা কারিগরি দিক থেকে আদৌ সম্ভব কিনা খতিয়ে দেখা হচ্ছে। রাইটস-এর কাছ থেকে ইতিবাচক রিপোর্ট মিললেই রামনগর-ট্রাঙ্ক রোড ২ কিলোমিটার ৮০০ মিটার উড়ালপুল নির্মাণে হাত দেওয়া হবে। সে জন্য খরচ ধরা আছে ২৮৫ কোটি টাকা। দ্বিতীয়টি হবে ক্যাপিটেল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি। এ ছাড়া, শিলচর-কালাইন রোডে সিংকিং জোনেও এক কিলোমিটার উড়ালসেতুর সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী৷
মহাসড়ক, এমএমএলপি, ডলু বিমানবন্দর ইত্যাদি প্রসঙ্গ না টেনেই তিনি আগেভাগে জানিয়ে দেন, বিজেপি সরকারের ঘোষণা শুনে হাসাহাসি করতে নেই। তাঁরা যেটা বলেন, পালন করে দেখান। তিনি এ বার দেখাতে চান, শিলচর মেডিক্যাল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতাল হবে, পাঁচশো শয্যার হাসপাতালের উদ্বোধন শীঘ্রই, টাটার সহযোগিতায় হচ্ছে পৃথক এক ক্যানসার হাসপাতালও।
তাঁর দাবি, দিল্লিতে নরেন্দ্র মোদি এবং আসামে বিজেপি (নিজের নামটা উল্লেখ করেননি) সরকার থাকলে কাছাড়ে বিকাশের গঙ্গা প্রবাহিত হবে, আগে কখনও যা হয়নি।