India & World UpdatesHappeningsSportsBreaking News
তাসখন্দে খেলতে গিয়ে বিপাকে কেরলের মহিলা ফুটবলাররা
ওয়েটুবরাক, ১৭ আগস্ট : তাসখন্দে আটকে পড়েছে কেরলের মহিলা ফুটবল দল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ফিফার নির্বাসনের জেরেই সমস্যায় তাঁরা৷ তাসখন্দ থেকে টুইটারে মহিলা ফুটবলাররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন।
এএফসি উইমেন’স ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে তাসখন্দে গিয়েছেন ২৩জন মহিলা ফুটবলার। কিন্তু ফিফার নির্বাসনের জেরে সেই প্রতিযোগিতায় তাঁরা আর খেলতে পারছেন না।
এ দিকে, এআইএফএফকে নির্বাসন সংক্রান্ত সঙ্কট মেটাতে বুধবার জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টে শুনানির আবেদন করে কেন্দ্র। শুনানিতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সমস্যা মেটানোর চেষ্টা চলছে। মঙ্গলবারই ফিফার সঙ্গে দু’বার কথা হয়েছে। মেহতা আরও জানান, কেন্দ্র আশাবাদী, খুব তাড়াতাড়ি ভারতীয় ফুটবলের এই সঙ্কট মিটে যাবে। সোমবার এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়৷