Barak UpdatesHappeningsBreaking News
খসড়া ডিলিমিটেশন বিরোধী আন্দোলনে কাঁপল লক্ষীপুর
ওয়ে টু বরাক, ১০ জুলাই ঃ বিধানসভা কেন্দ্র পুনর্নির্ধারণ সংক্রান্ত খসড়ার প্রতিবাদে সোমবার কাছাড় জেলার লক্ষীপুর কেন্দ্রে এক প্রতিবাদী মিছিল বের করেন মনিপুরি সম্প্রদায়ের মানুষ। এ দিন এই সম্প্রদায়ের কয়েকশ মানুষ হাতে হাতে প্ল্যা-কার্ড নিয়ে মিছিল করে আসেন মহকুমা শাসকের কার্যালয়ের সামনে। এখানে প্রতিবাদ জানিয়ে তাঁরা মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও নির্বাচন কমিশনের কাছে স্মারকপত্র প্রদান করেন।
এ দিন তাঁরা অভিযোগ করেন, বরাকের মনিপুরিদের রাজনৈতিক অধিকার খর্ব করার পরিকল্পনা নিয়েই এই খসড়া তৈরি করা হয়েছে। উল্লেখ্য, ডিলিমিটেশন খসড়ায় লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের কয়েকটি মণিপুরি গ্রামকে সোনাই বিধানসভা কেন্দ্রের অধীনে নিয়ে যাওয়া হয়েছে। জনৈক প্রতিবাদকারী অভিযোগ করেন, এই খসড়া লক্ষীপুরের মানুষ কোনওভাবে মেনে নেবেন না। বহু কাল ধরে লক্ষীপুরে মণিপুরিদের বসবাস। কিন্তু খসড়ায় এই মণিপুরিদের এখান থেকে সরিয়ে সোনাই নিয়ে যাওয়া হয়েছে। তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।