Barak UpdatesHappeningsBreaking News
তাপাঙে লায়ন্স ক্লাবের চক্ষু পরীক্ষা শিবির
ওয়েটুবরাক, ২৪ মার্চ : আজ শুক্রবার লায়ন্স ক্লাব, শিলচরের সৌজন্যে মর্নিং ক্লাব শিলচর ও বড়জালেঙ্গা পায়োনিয়ার সংঘের সহযোগিতায়, তাপাং ব্লকের সাহাপুর গ্রামে মো: ঈদ্রিশ আলী আনসারী এম ই স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ বিতরণ ও ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবীর অনুষ্ঠিত হয়।
এই শিবিরে রোগীদের চক্ষু পরীক্ষা করেন ডা. পারবিন কুমার সিং৷ লায়ন্স ক্লাবের পক্ষে সহযোগিতায় ছিলেন মণিদীপ চক্রবর্তী, মিতালি দে, রাহুল বিশ্বাস৷ ছিলেন মর্নিং ক্লাবের অমল পাল, পার্থসারথি রায়, বড়জালেঙ্গা পায়োনিয়ার সংঘের সভাপতি ধ্রুব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দেব, সহকারী শিক্ষক শিক্ষিকা, সঞ্জীব চন্দ, মিনা কুর্মি ও স্থানীয় স্বেচ্ছা সেবক সুভাষ ভুমিজ, যোগেন্দ্র শুক্লবদ্য, অনুপ শুক্লবৈদ্য। রোজকান্দি চা বাগানের তরফ থেকে তাদের ওষুধ বিতরণ করা হয়। মোট ১১৫ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয় এবং ১১ জন রোগীর ক্যাটারেক্ট শনাক্ত করা হয়।