Barak UpdatesHappeningsBreaking News

তাপসশঙ্কর দত্তের জীবনাবসান

ওয়েটুবরাক, ১৪ জুন : বিশিষ্ট শিক্ষাবিদ, গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যক্ষ, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষা নিয়ন্ত্রক ড.  তাপসশঙ্কর দত্তের জীবনাবসান হয়েছে৷ বার্ধক্যজনিত কারণে বুধবার বিকাল সাড়ে তিনটায় তিনি শিলচর প্রেমতলা স্থিত নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৪ বছর৷ তিনি রেখে গিয়েছেন স্ত্রী আরেক শিক্ষাবিদ সুমিত্রা দত্ত এবং দুই কন্যা সহ আত্মীয়-পরিজন এবং অজস্র গুণগ্রাহীকে৷

বিভিন্ন বিষয়ে অগাধ পাণ্ডিত্য থাকলেও ড. দত্ত মাটির কাছাকাছি থাকতেই বেশি ভালবাসতেন৷ সুখে-স্বাচ্ছন্দে ব্যক্তিগত জীবন কাটাতে পারলেও তিনি শহরের সমস্যা নিয়ে সর্বদা সরব হতেন৷ নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন৷ দীর্ঘদিন সভাপতি পদে থেকে গুরুদায়িত্ব পালন করেন৷ জড়িত ছিলেন বিবেকানন্দ কেন্দ্র সহ নানা সংগঠনের সঙ্গে৷ ড. তাপসশঙ্কর দত্ত একসময় সাংস্কৃতিক সংগঠন সমকালেরও সভাপতি ছিলেন৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker