India & World UpdatesHappeningsBreaking News
ঢাকার গুলিস্তানে সাততলা বাড়িতে বিস্ফোরণ, মৃত ১৮
ওয়েটুবরাক, ৯ মার্চ : ঢাকার গুলিস্তানের ফুলবারিয়া এলাকার একটি সাততলা বাড়িতে বিস্ফোরণ ঘটে৷ তাতে মৃত্যু হল ১৮ জনের। এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছে।
বাংলাদেশের রেপিড অ্যাকশন ব্যাটেলিয়নের ডগ স্কোয়াডের একটি দল ভেঙে পড়া বিল্ডিংয়ের মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছে। সেখানে কেউ আটকে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিট নাগাদ ওই বিস্ফোরণ হয়। ফলে একটি বহুতল ভেঙে পড়ে। যার জেরে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন।
যে বহুতলটি বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে, সেখানে যেমন একাধিক দোকান ছিল, তেমনি বহু মানুষের বসবাসের জায়গাও ছিল। ফলে ওই বহুতল ভেঙে পড়তেই সেখানে বহু আবাসিক আটকে পড়েন। জোরাল বিস্ফোরণের জেরে রাস্তায় থাকা একটি বাসের জানলার কাঁচ ভেঙে পড়ে। ফলে বিস্ফোরণের পরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। নিখোঁজ সদস্যদের খোঁজে ধ্বংসস্তূপের আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন পরিবার-পরিজনরা।
ঠিক কী কারণে বিস্ফোরণ হয়েছিল ঢাকার ওই বহুতলে, তা জানতে বিশেষ তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে। ঢাকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটতে পারে। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই দুই দিনের ব্যবধানে একের পর এক বিস্ফোরণের পিছনে নাশকতার সন্দেহ করছেন।
ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে জেলা প্রশাসন। নিহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ও আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদানের জন্য হাসপাতালে আসার আহ্বান জানানো হয়েছে।
গুলিস্তান হলো ঢাকার সব থেকে পুরোনো বাস স্ট্যান্ড। রাজধানীর মধ্যে ইন্টার সিটি এবং দূর পাল্লার বাস চলাচল করে সেখান থেকে। এর জন্য গুলিস্তান এলাকায় প্রায় ২৪ ঘন্টাই হাজার হাজার লোকের ভিড় থাকে।
গত কয়েকদিনে একাধিক বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে বাংলাদেশ। গত রবিবার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় আরও একটি বিস্ফোরণ ঘটেছিল। ওই ঘটনায় তিনজন নিহত আরও অন্তত ১৪ জন আহত হয়েছিলেন। তার আগে শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন কারখানায় বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হন।