Barak UpdatesHappenings
ড্রাগস সহ তিন যুবককে ধরে দিলেন এলাকাবাসী, ছেড়ে দিলেন গুমড়ার আইসি
২৪ অক্টোবরঃ তিন ড্রাগস পাচারকারীকে কৌটোভর্তি ড্রাগস সহ শুক্রবার পাকড়াও করে গুমড়া জালালপুর গ্রামবাসী। কিন্তু পুলিশ আউটপোস্ট একে একে তিনজনকেই ছেড়ে দেয়। এই অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। গুমড়া বাজার বাঙালি সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এক পাচারকারী থানায় নিয়ে যাওয়ার পথেই পালিয়ে যায়। বাকি দুজনকে রাতে আউটপোস্ট থেকে চলে যেতে দেওয়া হয়। বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য সহ সংস্থার সদস্য-কর্মকর্তারা শনিবার সকালে থানায় গিয়ে গুমড়ার ইনচার্জ সারসিং টেরাঙের সঙ্গে কথা বলেন। তাদের ছেড়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করেন। তাঁর কথায় সন্তুষ্ট হতে পারেননি তাঁরা৷
তাঁদের কথায়, পুলিশ সমাজবিরোধী, মাদক কারবারীদের ধরতে পারে না। ধরে দিলে ছেড়ে দেয়। তাতে অপরাধীদের রমরমা বাড়ছে এলাকায়। গুমড়া বাজার বাঙালি সমাজ কল্যাণ সংস্থার কর্মকর্তারা জানান, এ নিয়ে উর্ধ্বতন মহলে অভিযোগ জানাবেন।
ইনচার্জ টেরাং অবশ্য ‘ওয়েটুবরাক’-এর কাছেও গ্রামবাসীর ধরে দেওয়া তিন যুবককে ছেড়ে দেওয়ার কথা স্বীকার করেন। তাঁর কথায়, গ্রামবাসী ড্রাগস চিনতে পারেননি। তাদের সঙ্গে কোন ড্রাগস পাওয়া যায়নি।
প্রশ্ন হল, কৌটোগুলিতে ড্রাগস ছিল না, তা তিনি কী করে নিশ্চিত হলেন? ড্রাগস না হলে কী ছিল ওই সব ছোট কৌটোয়? ওই কৌটোগুলি এখন কোথায়? সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে কি? সেগুলি কি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে?