Barak UpdatesHappeningsBreaking News
ড্রাগস ইন্সপেক্টরকে শারীরিক নিগ্রহের অভিযোগে জুনিয়র ডাক্তার তিনমাসের জন্য সাসপেন্ড
ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বর : ড্রাগস ইন্সপেক্টরকে শারীরিক নিগ্রহের অভিযোগে তিনমাসের জন্য সাসপেন্ড হলেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের এক জুনিয়র ডাক্তার। অধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে মুখ্য অভিযুক্ত ডা. অনুরাগ দে-র বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ তাঁদের রিপোর্টে আরও কেউ দোষী বলে চিহ্নিত হলে তাদেরও উপযুক্ত শাস্তি প্রদান করা হবে।
ড্রাগস ইন্সপেক্টর বনরাই রংমাই জানান, সোমবার তিনি এক আত্মীয়াকে দেখতে শিলচর মেডিক্যাল কলেজে গিয়েছিলেন। সে সময় কর্তব্যরত এক চিকিৎসক রোগীর রক্ত সংগ্রহ করছিলেন। তিনি এমবিবিএস করছেন নাকি পিজি, রংমাই তাঁর কাছে জানতে চেয়েছিলেন। তাতেই চিকিৎসক ক্ষেপে যান। ড্রাগস ইন্সপেক্টর নিজের পরিচয় দিলে তাঁকে পাশের একটি রুমে নিয়ে যাওয়া হয়। পুলিশের কাছে দেওয়া এজাহারে বলা হয়েছে, বনরাই রংমাই ও তাঁর ভাই গাইনামলং রংমাইকে ওই ঘরে আটকে ২০-২২ জন চিকিৎসক মারপিট করেন। রড দিয়ে বনরাইর কপাল ফাটিয়ে দেওয়া হয়। তাঁর জনজাতি পরিচয় এবং ভারতীয় নাগরিকত্ব নিয়েও কটাক্ষ করেন জুনিয়র ডাক্তাররা।
কিছুদিন পরপর রোগীর আত্মীয়দের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বচসা বাঁধে বলে বিভিন্ন সংগঠন মঙ্গলবার সকালে মেডিক্যাল কলেজের গেটে বিক্ষোভ দেখান। সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় বয়ে যায়৷
ড্রাগস ইন্সপেক্টর প্রহৃত হওয়ায় প্রশাসনের তরফেও দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরের ঘটনা বলে তাঁরা অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করে তদন্তে এগোচ্ছেন। কাছাড়ের জেলাশাসক রোহনকুমার ঝা সকালেই অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন। এর কিছুক্ষণের মধ্যে মুখ্য অভিযুক্তকে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানান অধ্যক্ষ ডা. গুপ্ত৷
জখম রংমাই বর্তমানে মেডিক্যাল কলেজেই চিকিৎসাধীন।