Barak UpdatesHappeningsBreaking News

ডিলিমিটেশন : হাইলাকান্দিতে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক

ওয়ে টু বরাক, ১৯ সেপ্টেম্বর : পঞ্চায়েত সীমা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) এর খসড়া তালিকা প্রকাশ সম্পর্কে রাজনৈতিক দলগুলির মতামত জানতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়।প্রশাসনের উদ্যোগে এতে জেলার তিন বিধায়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারা অংশ নেন।ডিলিমিটেশন কমিশনের মেম্বার সেক্রেটারি জেলা পরিষদের সিইও রণজিৎ কুমার লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়।

পরামর্শগুলির মধ্যে রয়েছে, ডিলিমিটেশনের সি গ্রুপের জেলা হাইলাকান্দির ক্ষেত্রে প্রতিটি গাও পঞ্চায়েতের জনসংখ্যা ৬ হাজার থেকে ৯ হাজার ২০০ থাকতে হবে। ডিলিমিটেশনের এসওপি অনুযায়ী একটি রেভিনিউ ভিলেজকে একই গাও পঞ্চায়েতের অধীনে থাকতে হবে।

এর আগে উদ্দেশ্য ব্যাখ্যা করে সদস্য সচিব রণজিৎ কুমার লস্কর জানান, খসড়া প্রকাশ করে সাধারণের মতামত জানতে সব প্ল্যাটফর্মে তা দেওয়া হয়েছে।এই সম্পর্কে দাবি ও আপত্তি আগামীকাল অর্থাৎ ২০ সেপ্টেম্বরে বিকাল ৪টার মধ্যে জেলা পরিষদের সিইওর কার্যালয়ে জমা দেওয়া যাবে।

দাবি ও আপত্তির শুনানি ২৩-২৪ এবং ২৫ সেপ্টেম্বর দুজন এডিসি গ্রহণ করবেন।হাইলাকান্দি বিধানসভা চক্রের দাবি আপত্তিগুলি এডিসি রক্তিম বরুয়া দেখবেন।পাশাপাশি আলগাপুর-কাটলিছড়া বিধানসভা চক্রের দাবি আপত্তিগুলি এডিসি অমিত পারবোসা দেখবেন বলে সভায় জানান রণজিৎ কুমার লস্কর।

এ প্রসঙ্গে তিনি জানান, ডিলিমিটেশনের ফরমেট অনুযায়ী জনসংখ্যার কোনও সংস্থান নেই।সভাপতির ভাষনে তিনি আরও জানান, দাবি ও আপত্তিগুলি লিপিবদ্ধ করা হয়েছে এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তা দেখা হবে।

সভায় তিন বিধায়ক যথাক্রমে সুজাম উদ্দিন লস্কর, জাকির হোসেন লস্কর, নিজাম উদ্দিন চৌধুরী সহ বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য, কংগ্রেসের সভাপতি শামসুদ্দীন বড়লস্কর, এআইইউডিএফ-এর সভাপতি আফজল হোসেন লস্কর, সিপিআইএম এর অধীর নাথ এবং অগপ দলের পক্ষে হরিমোহন রাজভর অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker