Barak UpdatesHappeningsBreaking News

ডিলিমিটেশন : মশাল মিছিলে উত্তাল করিমগঞ্জ, হাইলাকান্দি-শিলচরেও বিক্ষোভ

ওয়েটুবরাক, ১১ সেপ্টেম্বর : ডিলিমিটেশনের প্রতিবাদে করিমগঞ্জে মঙ্গলবার বিশাল মশাল মিছিল বার হয়৷ মশালের আলোয় আর স্লোগানে স্লোগানে বিক্ষোভ তীব্রতর হয়৷ পুলিশ এই বিক্ষোভ দমনে প্রথমে জ্বলন্ত মশাল কেড়ে নেওয়ার চেষ্টা করে৷ কিন্তু তাতে নিজেরা দগ্ধ হওয়ার আশঙ্কায় এই পদ্ধতি ছেড়ে বালতি ভরে জল নিয়ে আসে৷ মশালে জল ছিটিয়ে দিতে থাকে৷ কিন্তু কত মশালে কতটা আর জল দেবে! শেষে ব্যবহার করে গ্যাস ও জলকামান ৷ পরে জলের তোড়ে মশাল আর জ্বলতে পারেনি৷ তবে ডিলিমিটেশনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভই প্রদর্শন করে কংগ্রেস সহ যৌথ মঞ্চ৷ গ্রেফতার হন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ বহু বিক্ষোভকারী৷

শিলচরেও কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সমবেত হয়ে মশাল জ্বালানোর চেষ্টা করতেই মশাল কেড়ে নেয়, মিছিলও বেরোতে দেয়নি৷ চলে ধস্তাধস্তি৷ জেলা সভাপতি অভিজিৎ পাল সহ ১২ জনকে গ্রেফতার করে পুলিশ৷ পরে তাদের পিআর বন্ডে ছাড়া হয়৷

হাইলাকান্দিতে কংগ্রেস ভবন থেকে মিছিল বেরোতেই দেওয়া হয়নি৷ গেটেই আটকে দেওয়া হয় তাদের ৷ ফলে তাঁরা নিজেদের অফিস চত্বরে দাঁড়িয়েই ডিলিমিটেশনের বিরুদ্ধে আওয়াজ তোলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker