Barak UpdatesHappeningsBreaking News

ডিলিমিটেশন বিরোধী বনধে ১২ দলীয় জোটের সমর্থন

ওয়েটুবরাক, ২৫ জুন : অসমে লোকসভা ও বিধানসভা আসনের সীমা পুনর্বিন্যাসের খসড়ার বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত রয়েছে৷  হাইলাকান্দি জেলায় কাটলিছড়া কর্তনের প্রতিবাদে ইউডিএফ বড়সড় সভা করে৷ দলীয় চার বিধায়ক করিমুদ্দিন বড়ভুইয়া, সুজামউদ্দিন, নিজামউদ্দিন ও জাকির হোসেন তাতে উপস্থিত ছিলেন৷ সভা করে তাঁরা জানিয়ে দিয়েছেন, বিধানসভা আসন অবলুপ্তি মেনে নেবেন না৷
বরাক উপত্যকার দুটি বিধানসভা আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে মঙ্গলবার যে বরাক বনধের ডাক দিয়েছে কংগ্রেস একে সমর্থন জানিয়েছে বারো দলীয় বিরোধী জোট৷ সিপিএম, সিপিআই, সিপিআইএমএল রবিবার যৌথ সাংবাদিক সম্মেলনে জোটের পক্ষে পিকেটিঙে নামার কথা ঘোষণা করে৷

শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ১৯৬১-র ভাষা আন্দোলনের উদাহরণ টেনে  বলেন, তখনকার কংগ্রেস বিধায়ক মহীতোষ পুরকায়স্থ ও নন্দলাল সিংহ দলীয় নেতৃত্বের বরাক বিরোধী মানসিকতার প্রতিবাদে বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন৷ বিজেপি বিধায়করাও শাসক দলে থেকে আসন বিলুপ্তি ঠেকাতে না পারলে তাঁদের ইস্তফা দেওয়া উচিত৷ তাঁর ঘোষণা, কাছাড়ে বিজেপির ৪ বিধায়ক পদত্যাগ করলে কংগ্রেসের ২ বিধায়কও ইস্তফা দেবেন৷ এই সব প্রস্তাবে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব৷ তবে তাঁরা রয়েছেন উভয় সঙ্কটে৷ আসন বিলুপ্তির দরুণ দলীয় কর্মীদের মধ্যেও ক্ষোভ রয়েছে৷ তাই তাঁরা খসড়ার পক্ষে কথা বলতে পারছেন না৷ আবার মুখ্যমন্ত্রী স্বাগত জানানোর দরুন এর বিরোধিতাও করতে পারছেন না৷
পুলিশ মঙ্গলবারের বরাক বনধের বিরুদ্ধে কোমর কষে মাঠে নেমেছে৷ হাইলাকান্দি ও কাছাড়ের পুলিশ সুপার পৃথক ভাবে প্রদীপ দত্তরায়কে নোটিশ পাঠিয়েছেন৷ অভিজিৎ পালকে শনিবার রাতে অফিসে ডেকে নিয়ে বনধ প্রত্যাহার করে নিতে চাপ সৃষ্টি করেন কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা৷ অভিজিৎ সিদ্ধান্তে অনড় থাকলে তাঁকেও নোটিশ ধরিয়ে দেওয়া হয়৷ তাতে বলা হয়েছে, বনধ ডাকা বেআইনি৷ ফলে বেআইনি কাজ করলে পুলিশ আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে৷ এ ছাড়া, আইন-শৃঙ্খলার সমস্যা দেখা দিলেও তাঁরাই দায়ী হবেন৷


ডিলিমিটেশনের সমর্থন করতে গিয়ে মুখ্যমন্ত্রী যে ভাবে অসমিয়া এবং ভূমিপুত্রদের সুরক্ষার কথা বললেন, এ নিয়ে সমালোচনায় মুখর তৃণমূল সাংসদ সুস্মিতা দেব৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন৷ প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভুইয়া বলেন, এই খসড়া শুধু বাঙালি বিরোধী নয়, এ বরাক বিরোধী৷ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বিধায়ক খলিলউদ্দিন মজুমদারও শিলচরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মত বিনিময় করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker