India & World UpdatesHappeningsBreaking News

ডিলিমিটেশন : বিরোধী জোটের মামলায় নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নোটিশ

ওয়েটুবরাক, ৪ আগস্ট : অসমে ডিলিমিটেশন প্রক্রিয়ায় স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিলেও এই ইস্যুতে বিরোধী জোট যে সব প্রশ্ন তুলেছে, সে সব নিয়ে শুনানি চলবে বলে সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছিল৷ সেই অনুসারে শুক্রবার ছিল মামলার প্রথম শুনানি৷ এ দিন তাঁদের আইনজীবী কৃষ্ণ শর্মা মামলাটির গ্রহণযোগ্যতার ব্যাপারে নানা যুক্তি তুলে ধরেন৷ শেষে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেপি পর্দাওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ ভারতের নির্বাচন কমিশনকে নোটিশ পাঠাতে নির্দেশ দেয়৷ মামলার বাদীপক্ষের উত্থাপিত প্রশ্নের প্রেক্ষিতে কমিশনের জবাব জানতে চায় শীর্ষ আদালত৷

Rananuj

পরে সাংসদ, আইনজীবী সুস্মিতা দেব জানান, শীর্ষ আদালতের কাছে তাঁদের মূল আর্জি, 2026 সালের পরে সারা দেশে যখন ডিলিমিটেশন হবে, আসামেও তখন একই প্রক্রিয়ায় ডিলিমিটেশন হোক৷ পৃথক ভাবে এই সময়ে ডিলিমিটেশন করানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷ তিনি আশাবাদী, সুপ্রিম কোর্ট তাঁদের যুক্তি মেনে নেবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker