Barak UpdatesHappeningsBreaking News
ডিলিমিটেশন: বিরোধিতায় প্রস্তুত এআইইউডিএফ
৯ মার্চ: অসমের বিধানসভা আসনগুলির পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) হবে, এই ঘোষণার পরই বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস, এআইইউডিএফ৷ কংগ্রেস নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছিলেন, দেশ জুড়েই ডিলিমিটেশন হবে আগামী বছর৷ ফলে এই সময়ে শুধু অসমে ডিলিমিটেশন অর্থহীন৷ এআইইউডিএফ জানিয়ে দিয়েছে, ডিলিমিটেশন ঠিকই শুরু হলে তারা আন্দোলন করবে৷ প্রয়োজনে যাবে সুপ্রিম কোর্টে৷
দলের সভাপতি বদরুদ্দিন আজমল বলেন, মুসলমানের প্রতিনিধি কমানোর লক্ষ্যেই এই প্রক্রিয়া হাতে নেওয়া হচ্ছে৷ ধর্মীয় সংখ্যালঘুদের জয়ে বাধা দেওয়াই মুখ্য উদ্দেশ্য৷ তাঁর কথায়, মুসলমান সমাজকে নিঃশেষ করার চক্রান্ত চলছে৷