Barak UpdatesHappeningsBreaking News
অধরচাঁদ স্কুলে মেধাবী পড়ুয়াদের বৃত্তি প্রদান ভুবনেশ্বরী দেবী ফাউন্ডেশনের
ওয়ে টু বরাক, ১৭ মে : ভূবনেশ্বরী দেবী ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের গত ২০২৩-২৪ বছরে বিভিন্ন শ্রেণিতে যারা প্রথম স্থান অধিকার করেছে, তাদের আর্থিক বৃত্তি প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্য্য বলেন, বিগত চার বছর ধরে ভুবনেশ্বরী দেবী ফাউন্ডেশন এই ধরনের বৃত্তি প্রদানের অনুষ্ঠান করে যাচ্ছে। তিনি বলেন, এতে করে ছাত্রদের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে প্রতিযোগিতা ও উৎসাহ বাড়বে। বৃত্তির টাকা ছাত্ররা বাজেভাবে ব্যয় না করে সেটা দিয়ে যেন পড়াশোনার বই কেনে, সেই ব্যাপারে তিনি পরামর্শ প্রদান করেন।
ভুবনেশ্বরী দেবী ফাউন্ডেশনের কর্মকর্তা বিশ্বরাজ চক্রবর্তী বলেন, এই বিদ্যালয়ের প্রতি তাঁর একটা অন্যরকম অনুভূতি কাজ করে। বিদ্যালয়ের ছাত্রদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়াতেই মূলত এই ধরনের অনুষ্ঠান প্রতি বছর করে থাকেন। তিনি জানান, তাঁর ছোটভাই অরিন্দম চক্রবর্তী বর্তমানে আমেরিকায় কর্মরত। মূলত তাদের প্রচেষ্টাতেই এই ধরনের অনুষ্ঠান প্রতি বছর করে যাচ্ছেন বিদ্যালয়ের অধ্যক্ষা বর্ণালী ভট্টাচার্য ফাউন্ডেশনের এই ধরনের কাজের ভূয়শী প্রশংসা করেন ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, এই বছর যারা বিভিন্ন শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছে তারা হল ষষ্ঠ শ্রেণিতে স্বরূপ রায়, সপ্তম শ্রেণিতে শান্তনু সিনহা, অষ্টম শ্রেণিতে বিরাজ দাস, নবম শ্রেণিতে সমন্বয় নাথ ও একাদশ শ্রেণিতে অনুরাগ সিনহা। এছাড়াও এই বিদ্যালয়ের ছাত্র মূক ও বধির শুভজিৎ ভট্টাচার্য্যকেও বিশেষ আর্থিক সাহায্য হিসেবে এক হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন তমাল রায়, দেবযানী ভট্টাচার্য, শর্বরী দেবরায়, অনিতা মজুমদার, মাধুরী বর্মণ প্রমুখ।