Barak UpdatesHappeningsBreaking News
ডিলিমিটেশনের তীব্র বিরোধিতা নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির
ওয়েটুবরাক, ১১ আগস্ট : ভারতের নির্বাচন কমিশন আসামের বিধানসভা ও লোকসভা আসনের সীমানা পুনর্নির্দ্ধারণের যে খসড়া গত ২০ জুন প্রকাশ করেছে তা প্রায় হুবহু রেখে শুক্রবার যে চূড়ান্ত নোটিফিকেশন জারি করেছে এর তীব্র বিরোধিতা করে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি, আসাম। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয়, গত ২০ জুন খসড়া প্রকাশের পর বরাক উপত্যকার জনগণ সহ রাজ্যবাসীর পক্ষ থেকে যে তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল এবং গত ২০ ও ২১ জুলাই গুয়াহাটিতে নির্বাচন কমিশনের আমন্ত্রণে উপস্থিত হয়ে সি আর পি সি সি, আসাম সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা যে প্রস্তাব তুলে ধরেছিলেন তাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে৷ সম্পূর্ণ একতরফাভাবে রাজ্য সরকার ও উগ্র-প্রাদেশিকতাবাদী সংগঠনগুলির কুচক্রান্তকে বাস্তবায়িত করতেই এর চূড়ান্ত রূপ দান করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷ জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন কমিশন গুয়াহাটিতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের প্রস্তাব শোনা যে প্রহসন ছাড়া আর কিছু ছিল না তা জলের মতো স্পষ্ট হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর খসড়া প্রকাশের পর প্রকাশ্যে খিলঞ্জীয়ার স্বার্থে তা তৈরি হয়েছে বলে বিবৃতি প্রদানের বাস্তবতা নোটিফিকেশনেে প্রকাশ পেয়েছে। বরাক উপত্যকার দুটো গুরুত্বপূর্ণ বিধানসভা আসন কমিয়ে দেওয়াকে উপত্যকার প্রায় প্রতিটি সংগঠনের প্রতিনিধিরা বিরোধিতা করা সত্ত্বেও নির্বাচন কমিশন তাতে গুরুত্ব দেয়নি। এছাড়াও গোটা দেশের সাথে আসামেও বিধানসভা ও লোকসভার সীমানা পুনঃনির্ধারণের কাজ ২০২৬ সালে করার যুক্তির কোনো সদুত্তর তারা দিতেও সাহস করেনি। সংগঠনের পক্ষ থেকে এই নোটিফিকেশনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।