NE UpdatesHappenings
ডিলিমিটেশনঃ নির্বাচন কমিশনে আপত্তি জানাতে বিরোধী ঐক্যমঞ্চ সাত তারিখে দিল্লি যাচ্ছে
ওয়েটুবরাক, ৩ জুলাইঃ ়আসামে ডিলিমিটেশন নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যত উচ্ছ্বাস প্রকাশ করছেন, বিরোধী জোট ততই আন্দোলনমুখর হচ্ছে। ১২ দলের জোট তথা বিরোধী ঐক্যমঞ্চের নেতৃবৃন্দ বরাক উপত্যকায় এসে তিন জেলায় জনমত গঠন করেন। করিমগঞ্জ-হাইলাকান্দির পরে সোমবার তাঁরা বিভিন্ন সংগঠনকে ডেকে বৈঠক করেন। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, উপনেতা রকিবুল হোসেন, রাজ্যসভার দুই সদস্য সুস্মিতা দেব ও অজিতকুমার ভুইয়া, এজেপি সভাপতি লুরিনজ্যোতি গগৈ সবাই জানান, এ ভাবে নির্বাচন কমিশন বা তার দ্বারা গঠিত ডিলিমিটেশন কমিটিকে প্রভাবিত করার ঘটনা নজিরবিহীন। আর প্রভাবিত করার কথা তাঁদের বলার অপেক্ষা রাখে না, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই ঢাকঢোল পিটিয়ে বলে চলেছেন।
তাঁরা জানান, এই বিভেদের বীজ রোপণ করা ডিলিমিটেশনের খসড়া বাতিল করার জন্য বারোদলীয় ঐক্যমঞ্চ আগামী সাত জুলাই নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে। সাংসদ অজিত ভুইয়া বলেন, ডিলিমিটেশন প্রস্তাব বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার পথে সাহায্য করছে। বরাকের দুটি আসন কমিয়ে দেওয়ার ব্যাপারে এ দিন সরব ছিলেন সুস্মিতা দেব ও লুরিনজ্যোতি গগৈ।