Barak UpdatesHappeningsBreaking News

ডিভাইডার উদ্বোধনে বিদ্রুপ, যুব তৃণমূল নেতা আটক, ১৫ ঘণ্টা পরে মুক্তি

ওয়েটুবরাক, ১৯ অক্টোবর : মহাপঞ্চমীর দিনে তারাপুরের রাস্তায় স্প্রিং পোস্ট পুঁতে ডিভাইডার বসানো হয়েছিল৷ এই সবের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক রোহনকুমার ঝা, পুলিশ সুপার নোমল মাহাত্তা এবং একঝাঁক বিজেপি নেতা৷ নারকেল ভেঙে পুজো হয় ডিভাইডারের শুরুতে৷ বিধায়ক দীপায়ন চক্রবর্তী ওই পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন৷  একই ছবি যুব তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপজয় পালও পোস্ট করেন৷ তিনি মন্তব্যে লিখেন, শিলচরে ডিভাইডার পুজো৷ সঙ্গে দেন তিনখানা হাসি বা বিদ্রুপের ইমোজি৷ তাতে ক্ষিপ্ত হন বিজেপি নেতারা৷ যুব মোর্চার কাঞ্চন দেব পুজোর ছবিতে ওই ইমোজির দরুন ভাবাবেগে আঘাত লেগেছে বলে এজাহার দেন৷

Rananuj

এজাহার পেয়ে তদন্তে নেমে মঙ্গলবার রাতে দীপজয়কে বাড়ি থেকে তুলে আনে পুলিশ৷ ১৫ ঘণ্টার বেশি সময় থানায় আটকে রাখে৷ বুধবার বিকাল চারটায় যুব তৃণমূল নেতাকে থানা থেকেই ছাড়া হয়৷ পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখা হয়েছিল তাকে৷ তদন্তের কাজে সহায়তার আশ্বাস দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে৷ তবে এজাহার অনুসারে তার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১২০বি, ৪২৭, ২৯৫বি, ৫০১ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে৷

মঙ্গলবার রাত থেকেই তৃণমূল নেতারা থানার সামনে ভিড় জমান৷ বুধবার বিকালে থানা থেকে নোটিশ ধরিয়ে ছাড়া হলে সবাই তাঁকে নিয়ে যান তৃণমূল কংগ্রেস কার্যালয়ে৷ জেলা সভাপতি রাজেশ দেব বলেন, তৃণমূলের উত্থান দেখে আতঙ্কিত হয়ে পড়েছে গেরুয়াবাহিনী৷ এরা এখন দিশাহারা৷ সে জন্য দীপজয়কে পুলিশ দিয়ে হয়রানি করিয়েছে৷ তারা আসলে তৃণমূল নেতাদের ভয় দেখানোর কৌশল নিয়েছে৷ কিন্তু তারা ভীত হওয়ার মতো মানুষ নন বলে রাজেশ  বিজেপি নেতাদের পাল্টা সতর্ক করে দেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker