Where and When?HappeningsBreaking News

ডিব্রুগড় জেলে নাসায় বন্দির সেলে মোবাইল-গোপন ক্যামেরা, তদন্তের নির্দেশ

ওয়েটুবরাক, ১৮ ফেব্রুয়ারি : ডিব্রুগড় জেলে জাতীয় সুরক্ষা আইনে বন্দি অমৃতপাল সিংহ ও তার সঙ্গীদের কুঠুরিতে মোবাইল পাওয়া গিয়েছে৷ উদ্ধার হয়েছে গোপন ক্যামেরা সহ আরও কিছু ইলেকট্রনিক সামগ্রী৷ অসমের পুলিশ প্রধান জিপি সিংহ নিজেই এই তথ্য প্রকাশ্যে আনেন৷ তিনি বলেন, হাইপ্রোফাইল বন্দিদের সেলে বেআইনি কার্যকলাপ চলছে, বিশেষ সূত্রে এমন খবর পেয়েই তাঁরা জেলে গোপন ক্যামেরার সংখ্যা বাড়িয়ে দেন৷ তাতেই খালিস্তান সমর্থক অমৃতপালের কক্ষে মোবাইল ঢোকানোর দৃশ্য ধরা পড়ে৷ পরে জেলকর্মীরা তল্লাশি চালিয়ে ইলেকট্রনিক সামগ্রীর বিশাল সম্ভার খুঁজে পান৷ সিম সহ অ্যানড্রয়েড মোবাইল, কি-প্যাড মোবাইল, কলমে ব্যবহৃত গোপন ক্যামেরা, কি বোর্ড সহ টিভি রিমোট, পেন ড্রাইভ, ব্লুটুথ, হেডফোন, স্পিকার, স্মার্ট ওয়াচ ইত্যাদি৷
পুলিশপ্রধান সিংহ জানান, কী করে এত জিনিস জেলের ভেতরে ঢুকল, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থার কথাও শোনান তিনি৷
দীর্ঘদিনের চেষ্টার পর গত বছরের এপ্রিলে পঞ্জাবে গ্রেফতার করা হয়েছিল ‘ওয়ারিশ পঞ্জাব দে’ সংগঠনের প্রধান অমৃতপাল সিংহকে৷ প্রাচীন ও সুরক্ষিত জেল হিসাবে পরিচিত ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারকে বাছাই করা হয়েছিল৷ পরে তার কাকা সহ মোট দশ সঙ্গীকেও পঞ্জাব থেকে ডিব্রুগড় জেলে নিয়ে আসা হয়৷ এখন সেই জেলের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker