NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ডিএনএলএ চুক্তি উদ্বেগে রেখেছে কাছাড়-নগাঁওয়ের বাঙালিদের
ওয়েটুবরাক, ৪ মে : ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির (ডিএনএলএ) ত্রিপাক্ষিক শান্তি চুক্তি কাছাড় ও নগাঁও জেলায় বাঙালিদের মধ্যে উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে।
গত ২৭ এপ্রিল দিল্লিতে ওই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়৷ তাতে বলা হয়েছে, ডিমা হাসাওয়ের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার ৫০০ কোটি টাকা করে দেবে, গঠন করা হবে ডিমাসা ওয়েলফেয়ার কাউন্সিল গঠন। সে সব নিয়ে অবশ্য বাঙালির মাথাব্যথা নেই। কিন্তু তাদের উদ্বিগ্ন করে চুক্তির আরও এক শর্ত৷ সেখানে উল্লেখ করা হয়েছে, ডিমা হাসাও জেলার বাইরেও পার্বত্য স্বশাসিত পরিষদ এলাকা সম্প্রসারণের দাবি খতিয়ে দেখা হবে। সে জন্য একটি কমিশন গঠন করা হবে। ওই কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ডিমা হাসাওর বাইরে ডিমাসা জনগোষ্ঠীর মানুষ কার্বি আংলং, কাছাড় এবং নগাঁও জেলাতেই বসবাস করেন। কার্বি আংলঙে পৃথক স্বশাসিত পরিষদ থাকায় সেই জেলা ওই ভাবনার বাইরে৷ কাছাড় ও নগাঁওয়ে ডিমা হাসাও জেলার সীমা সংলগ্ন গ্রামগুলিতে বাঙালি পরিবারের সংখ্যা কম নয়। তাদের আশঙ্কা, স্বশাসিত পরিষদে ওইসব এলাকা অন্তর্ভুক্ত হলে অ-জনজাতি মানুষেরা জমি কেনাবেচা সহ নানা রকমের নাগরিক অধিকার খোয়াবেন। শান্তিতে বসবাস করা কঠিন হয়ে পড়বে বলেও আশঙ্কা করছেন তাঁরা। বিভিন্ন বাঙালি সংগঠন এ ব্যাপারে সরকারকে সতর্ক করে দিয়েছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পূর্বাচল জয়েন্ট অ্যাকশন কমিটিও। “ইদানীং রাজনীতির কারবারীরা নিজেদের ন্যস্ত স্বার্থে সুকৌশলে বিভেদের বীজ বপন করতে চাইছেন” বলে উল্লেখ করে “এই প্রবণতার বিরুদ্ধে একজোট” হওয়ার আহ্বান জানান তাঁরা।
এ দিকে, ডিএনএলএর চেয়ারম্যান ইতিকা ডিফুসা জানান, স্বশাসিত পরিষদ সংলগ্ন ডিমাসা গ্রামগুলি ডিমা হাসাও জেলার সঙ্গে যুক্ত করা হবে৷ সংলগ্ন নয়, এমন গ্রামগুলির জন্য গঠন করা হবে ডিমাসা কল্যাণ পরিষদ৷ তিনি ঘোষণা করেন, একমাসের মধ্যে তারা তাদের হাতে থাকা সমস্ত অস্ত্রশস্ত্র সরকারের কাছে জমা করবেন৷