Barak UpdatesHappeningsBreaking News
ডিএনএনকে স্কুলে এনএসএস ইউনিটের সচেতনতা শিবির
ওয়ে টু বরাক, ২ জুন ঃ শিলচর দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিদ্যালয়ে National Service Scheme (NSS) সম্পর্কিত এক সচেতনতা শিবির আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধারবন্দ জগন্নাথ সিং কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক তথা এনএসএস প্রোগ্রাম অফিসার ড. শ্যাম মামুদ বড়ভূইয়া। তিনি এনএসএস সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।
তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার মৃণাল কান্তি দে, অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিষয় শিক্ষিকা দেবযানী ভট্টাচার্য এবং বিদ্যালয়ের বিষয় শিক্ষক পরিতোষ দে, প্রাণেশ চক্রবর্তী ও ছাত্রীরা। বিদ্যালয়ের অধ্যক্ষ ড. অভিজিৎ সাহার পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রোগ্রাম অফিসার ড. সন্দীপ দেবনাথ সভা পরিচালনা করেন।