Barak UpdatesHappenings
ডিএনএনকে স্কুলের সরস্বতী পুজোয় বর্জ্য পদার্থ দিয়ে প্রদর্শনী ছাত্রীদের
ওয়ে টু বরাক, ২৭ জানুয়ারি : প্রতি বছরের ন্যায় এ বছরও শতবর্ষ অতিক্রম করা শিলচরের ঐতিহ্যবাহী দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সাড়ম্বরে সরস্বতী পূজা উদযাপিত হয়। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর পুজো ছাত্রীদের কাছে এক বিরাট উৎসব। সরস্বতী পূজা উপলক্ষে স্কুলের ছাত্রীরা বর্জ্য পদার্থ দিয়ে হস্তশিল্প প্রদর্শনী, আলপনা প্রতিযোগিতা, অংকন প্রতিযোগিতা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করে।
এছাড়াও এদিন প্রজাতন্ত্র দিবসের অঙ্গ হিসেবে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহিলা স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকা নিয়ে এক বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়। পূজো আয়োজনে সম্পাদকের দায়িত্বে ছিলেন শিক্ষক প্রানেশ চক্রবর্তী। কোষাধ্যক্ষ রাজেশ বারই। মুখ্য উপদেষ্টা শিক্ষক ডঃ সন্দীপ দেবনাথ।
সন্দীপ দেব সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্রীরা স্কুলকে অভিনবভাবে সাজিয়ে আকর্ষণীয় করে তোলে। সরস্বতী পুজোর বিভিন্ন বিষয় সুচারুরূপে তদারকি করেন বিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ অভিজিৎ সাহা।