Barak UpdatesHappeningsBreaking News
ডলু সংক্রান্ত মনিটরিং কমিটির সভা, সিটুর ক্ষোভ
ওয়েটুবরাক, ১১ সেপ্টেম্বর : ডলুতে এয়ারপোর্ট সংক্রান্ত জমি অধিগ্রহণের ব্যাপারে শ্রমিক স্বার্থে সম্পাদিত চুক্তি রূপায়ণ পর্যালোচনার জন্য গঠিত মনিটরিং কমিটির বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়৷ জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে বাগানের স্বীকৃত তিনটি ইউনিয়নের প্রতিনিধিরা, কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন সহকারি শ্রম আয়ুক্ত ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। বাগান কর্তৃপক্ষের পক্ষে ছিলেন ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কিন্ত কমিটির চেয়ারম্যান তথা জেলাশাসক এবং বাগানের মালিক অনুপস্থিত ছিলেন। এ ব্যাপারে সিটুর পক্ষ থেকে খেদ ব্যক্ত করা হয়।
তা ছাড়া কমিটির সভা প্রতি মাসেই হওয়ার কথা থাকলেও এবার চার মাস পর সিটুর পক্ষ থেকে দাবি জানানোর দরুন সভার আয়োজন হলেও মুখ্য ব্যক্তিরা ছিলেন অনুপস্থিত। এই পরিস্থিতিতে উপস্থিত সংগঠন গুলির প্রতিনিধিরা অভিযোগ করেন, চুক্তি রূপায়নের কাজ ৩৫ শতাংশের বেশি হয়নি। চুক্তির শর্ত অনুযায়ী ৮০টি কাঁচা ঘর পাকা করার কথা থাকলেও একটি ঘরও পাকা হয়নি। বকেয়া পাওনার অনেক কিছুই এখনও বাকি রয়েছে। খেলার মাঠ উন্নয়ন সহ চিকিৎসা ব্যবস্থারও কোনও উন্নতি হয়নি। সমস্ত কাজ চুক্তির এক মাসের মধ্যেই সম্পূর্ণ হওয়ার কথা থাকলেও গত আঠার মাসেও সম্পূর্ণ হয়নি। মালিকপক্ষ অভিযোগের সদুত্তর দিতে পারেনি বলেই জানিয়েছে সিটু৷ তবে পুজোর আগেই পাওনা টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
সিটুর পক্ষ থেকে ২০ শতাংশ বোনাসের দাবি জানানো হয়৷ সেই সঙ্গে বাগানের আর কোনও জমি অধিগ্রহণের প্রচেষ্টার বিরোধিতা করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়। বাগানের ম্যানেজার অবশ্য বলেন, এই সংক্রান্ত কোনও এনওসি মালিকপক্ষ দেননি।
ছবি: ডলু বাগানে শ্রমিকরা৷