Barak UpdatesHappeningsBreaking News
ডলু : তথ্য না পেলে জল্লির বিরুদ্ধে সংসদে স্বাধিকার ভঙ্গের নালিশ জানাবেন সুস্মিতা
ওয়েটুবরাক, ১৩ জুন : ডলু চা বাগানে গ্রিনফিল্ড এয়ারপোর্টের জন্য জমি অধিগ্রহণের ব্যাপারে যে সব তথ্য চেয়েছেন, সেগুলি না পেলে মুখ্যসচিব, জেলাশাসকের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নালিশ জানাবেন সংসদের উচ্চকক্ষের সদস্য সুস্মিতা দেব৷ তিনি জানান, জেলাশাসক কীর্তি জল্লি তাঁর এ সংক্রান্ত চিঠিতে সাড়া দেননি৷ এর পর রাজ্যের মুখ্যসচিব জিষ্ণু বরুয়াকে চিঠি লিখেন৷ গত তিন দিন ধরে এরও কোন সাড়া মেলেনি৷ তাঁর কথায়, সংসদ সদস্যরা কোনও তথ্য চাইলে তা জানাতে সরকারি অফিসাররা বাধ্য৷ সাংসদদের এড়িয়ে চলা স্বাধিকার ভঙ্গেরই সামিল৷ কোনও সাংসদকে অবজ্ঞা করা মানে গোটা সংসদকে অবজ্ঞা করা৷
শিলচরের দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি রিপুন বরাকে পাশে বসিয়ে সুস্মিতা সোমবার সাংবাদিকদের বলেন, তিনি কোনও গোপন তথ্য বা নথি চাননি৷ শুধু জানতে চেয়েছিলেন, ডলুর জমি অধিগ্রহণ নিয়ে কোন পত্রিকা বা সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছেন? সর্বদলীয় বৈঠকের কার্যবিবরণীও তিনি চেয়েছিলেন৷ পাশাপাশি প্রশ্ন করেছিলেন, জমি অধিগ্রহণের আগে সোশ্যাল ইম্প্যাক্ট অডিট করা হয়েছিল কিনা?
তাঁর কথায়, বিজেপি কার্যালয়ে বসে নেতারা এ নিয়ে নানা কথা বললেও প্রশাসনিক তরফে কেউ মুখ খুলছেন না৷ তবে রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্বীকার করে নিয়েছেন, অধিগ্রহণের আগে কোনও প্রস্তাব অসামরিক বিমান চলাচল মন্ত্রকে পাঠানো হয়নি৷ অথচ স্থানীয় বিজেপি নেতৃত্ব প্রস্তাব পাঠানো হয়েছে বলে কত যুক্তিতর্কই না দেখালেন! মুখ্যমন্ত্রীকে তিনি সতর্ক করে দেন, বিমানবন্দর নির্মাণের প্রস্তাব অনুমোদনের আগে জমি অধিগ্রহণ করে বড় বেশি ঝুঁকি নিয়ে নিলেন তিনি৷ কারণ জমি অধিগ্রহণের পরও বিমানবন্দর তৈরির প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায় ৷ মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতারা তাঁকে যে বিমানবন্দর বিরোধী হিসেবে তুলে ধরছেন এরও তীব্র সমালোচনা করেন সুস্মিতা৷ বলেন, ২০১৭ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে চিঠি লিখে তিনি শিলচরে একটি অসামরিক বিমানবন্দরের আর়জি জানিয়েছিলেন৷