Barak UpdatesHappeningsBreaking News
ডলুতে আরও ৭০ হেক্টর জমি! ক্ষোভ জানালেন শ্রমিকরা
ওয়েটুবরাক, ১৯ অক্টোবর : অধিগৃহীত ২৫০০ বিঘা জমি শ্রমিক কো-অপারেটিভের কাছে বিনামূল্যে লিজ, প্রাক্তন ও বর্তমান চা-শ্রমিকদের জমির পাট্টা প্রদান ইত্যাদি দাবিতে ডলু বাগানের চারটি ডিভিশনের শ্রমিকরা অসম মজুরি শ্রমিক ইউনিয়নের বাগান কমিটির নেতৃত্বে বুধবারও মিছিল করেন। বেশ কিছুদিন ধরেই এই সব ইস্যুতে আন্দোলন করছেন তাঁরা৷ মুখ্যমন্ত্রীকে স্মারকপত্রও প্রেরণ করা হয়েছে। এ দিন শ্রমিকরা আন্দোলনকে জোরদার করার অঙ্গীকার ঘোষণা করেন।
এয়ারপোর্ট বানানোর জন্য আরও ৭০ হেক্টর জমির প্রয়োজন বলে জানতে পেরে শ্রমিকরা তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। কারণ এর আগেই ২৫০০ বিঘা অধিগৃহীত জমিতে প্রায় ৩০ লক্ষ চা-গাছ ধ্বংস করা হয়েছে৷ হাজার হাজার ছায়াতরুও ধ্বংস হচ্ছে আর এই প্রকৃতি ধ্বংসের ব্যাপক প্রভাব পড়বে পরিবেশের উপর। আরও ৭০ হেক্টর জমির জন্য অতিরিক্ত ১০ লক্ষ চা-গাছ, হাজারো ছায়া গাছ ও শ্রমিকের বসত ভিটার উপর কোপ পড়বে পড়বে বলে আশঙ্কা ব্যক্ত করেন তাঁরা।
অসম মজুরি শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মৃণালকান্তি সোম বলেন, “আমরা আগেই বলেছিলাম, ২৫০০ বিঘা জমি অধিগ্রহণে শ্রমিকদের জীবন জীবিকা বিপন্ন হওয়ার সাথে সাথে ডলু চা-শিল্প উদ্যোগটাই বিপন্ন হবে৷ শুধু তাই নয়, একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার অজুহাতে শ্রমিকদের বাসগৃহের উপর পরবর্তীতে আঘাত আসবে।
তিনি বলেন, ফসলি জমি অধিগ্রহণের বিরুদ্ধে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়া সত্ত্বেও একটি দুষ্টচক্র আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে আন্দোলনকারী শ্রমিক ও ইউনিয়নের নেতৃত্বের উপর দমন নীতি চালানোর অজুহাত খুঁজছেন জমি অধিগ্রহণের পেছনে আর্থিক লেনদেন ও ভূ-মাফিয়াদের গোপন স্বার্থের বিষয় নিয়ে একটি যথাযথ তদন্ত হওয়া উচিত বলে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন দাবি করে।