NE UpdatesHappeningsBreaking News

লখিমপুরে অ্যাসিড হামলায় জখম দুই বোন

ওয়েটুবরাক, ১৪ ডিসেম্বর : অ্যাসিড হামলায় জখম হয়েছেন দুই বোন৷ রেহানা বেগম ও তাঁর দিদি নবেদা বেগম৷ ঘটনা লখিমপুর জেলার রঙাজানে৷ রেহানার স্বামী রফিকুল ইসলামকে অভিযুক্ত করে এজাহার দেওয়া হয়েছে৷ তাতে বলা হয়েছে, বছর দেড়েক আগে তাঁদের বিয়ে হয়৷ প্রথম থেকেই রেহানার ওপর শারীরিক নির্যাতন চালায় রফিকুল৷ তিন মাস আগে পিটিয়ে হাত ভেঙে দিলে তিনি বাবার বাড়ি চলে আসেন৷ এরপরও তাকে হুমকি দিচ্ছিল রফিকুল৷ রবিবার রেহানা রঙাজানে দিদির বাড়ি গিয়েছিলেন৷ দুই বোন একসঙ্গে ঘুমোন৷ মাঝরাতে বাঁশের বেড়া কেটে ঘরে ঢুকে দুষ্কৃতী তাদের ওপর অ্যাসিড নিক্ষেপ করে৷ দুজনই গুরুতর জখম হয়ে লখিমপুর হাসপাতালে চিকিৎসাধীন৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker